Type Here to Get Search Results !

আফগানিস্তানের পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে গড়াচ্ছে আশঙ্কা মার্কিন সেনা কর্মকর্তা মার্ক মিলির


ওয়েবডেস্ক :- তালিবান ক্ষমতা দখলের পর থেকে তীব্র সংকটের মধ্যে দিন কাটছে আফগানিস্তানের ।সরকার গঠন নিয়েও চলছে ডামাডোল। এ পরিস্থিতিতে দেশটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করেছেন মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি।কাবুল পতনের মধ্য দিয়ে আফগানিস্তান তালিবানদের  নিয়ন্ত্রণে এলেও সংঘাত থামেনি। পাঞ্জশির প্রদেশে বিরোধীদের সঙ্গে তালেবানের তীব্র লড়াই চলছে।সেখানে বহু হতাহতের দাবি করেছে তালেবান ও বিরোধীরা। পাশাপাশি ভেঙে পড়েছে আফগানিস্তানের অর্থনীতি। দেশটির ব্যাংকগুলো এখন প্রায় অর্থশূন্য। বন্ধ রয়েছে বিভিন্ন আর্থিক সহায়তাও। এর মধ্যে কাবুল, হেরাত সহ বিভিন্ন অঞ্চলে অধিকার আদায়ের দাবিতে নেমেছেন আফগান নারীরা। এসব বিক্ষোভ ছত্রভঙ্গ করতে তাদের উপর তালিবানের হামলা চালানোর ঘটনাও ঘটেছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে শনিবার মার্ক মিলি বলেন, আফগানিস্তানের পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে গড়াচ্ছে।’ গৃহযুদ্ধের জের ধরে আফগানিস্তানে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) মতো সন্ত্রাসী সংগঠনগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।তিনি আরও বলেন, আগামী ১২ থেকে ৩৬ মাসের মধ্যে আফগানিস্তানে সন্ত্রাসবাদের পুনরুত্থান হতে পারে।

প্রসঙ্গত  তালিবান ক্ষমতা দখলের পর থেকে তীব্র সংকটের মধ্যে দিন কাটছে আফগানিস্তানের ।সরকার গঠন নিয়েও চলছে ডামাডোল। আফগানিস্তানে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তালিবান । ২০০১ সালে তালিবানের  বিরুদ্ধে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার অভিযোগ এনে দেশটিতে সামরিক অভিযান চালায় আমেরিকা  ও মিত্রদেশগুলো। এর জের ধরে সে বছরই আফগানিস্তানের শাসনক্ষমতা তালেবানের হাতছাড়া হয়। এর দীর্ঘ ২০ বছর পর চলতি বছরের ৩১ আগস্ট দেশটি থেকে চূড়ান্ত পর্যায়ে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগেই ১৫ আগস্ট কাবুলের পতনের মধ্য দিয়ে ক্ষমতা আবার তালিবানের হাতে যায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad