Type Here to Get Search Results !

টোকিয়ো প্যারালিম্পিকে মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিংয়ে ব্রোঞ্জ পদক জয় করলেন অবনী লেখারা


ওয়েব ডেস্ক:- শুক্রবার সকালে প্রবীণ কুমার হাই জাম্পে রুপো জেতার পর এবার  অবনী লেখারা (Avani Lekhara) মহিলাদের ৫০ মিটার শ্যুটিংয়ে জিতলেন ব্রোঞ্জ।এক প্যারালিম্পিক্সেই দুই আলাদা ইভেন্ট থেকে দেশকে পদক এনে দিলেন অবনী। ভারতের প্রথম মহিলা হিসেবে এই অনন্য নজির গড়লেন অবনী।দিন চারেক আগে এই অবনীই শুটিংয়ে দেশকে সোনা এনে দিয়েছিলেন। ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতে ইতিহাস লিখেছিলেন ১৯ বছরের অবনী লেখারা।এর সাথে সাথেই প্যারালিম্পিক্সে ভারতের এখন ১২টি পদক হয়ে গেল। দুটো সোনা, ছ'টি রুপো এবং চারটি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা।

শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন অবনী। তিনি মোট ৪৪৫.৯ পয়েন্ট সংগ্রহ করেন। তবে এই একই ইভেন্টে সোনা জয় করেছেন চিনের প্রতিযোগী ঝাং সি। তিনি ৪৫৭.৯ পয়েন্ট সংগ্রহ করেছেন। জার্মানির নাতাশা হিলট্রপ জয় করেছেন রুপো। তাঁর মোট স্কোর ৪৫৭.১।অবনীর দ্বিতীয় পদক জয়ের পর গোটা দেশজুড়েই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছেন। তিনিই একমাত্র ভারতীয় মহিলা যিনি প্যারিলিম্পিকের একই মরশুম থেকে জোড়া পদক জয় করেছেন।

অবনীর ব্রোঞ্জ জয়ের পর টুইট করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি লিখেছেন, টোকিয়ো প্যারালিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের সাফল্য দেশকে আরও গৌরবান্বিত করল। আজ দুরন্ত পারফরম্যান্স করলেন অবনী লেখারা। ব্রোঞ্জ জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আগামী ভবিষ্যতের জন্য অসংখ্য শুভেচ্ছা রইল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad