![]() |
| Photos: Viral Bhayani |
ওয়েবডেস্ক:-সারা আলি খানের মিষ্টি স্বভাব সবসময়ই মুগ্ধ করে সবাইকে, এইবারও নিজের সরলতা দিয়েই মন কেড়েছেন তিনি। মুম্বই বিমানবন্দরে তার যাতায়াত প্রায় লেগেই থাকে।বিমান ধরার জন্য মা অমৃতা সিংয়ের সঙ্গে মুম্বই বিমানবন্দরে হাজির হয়েছিলেন সারা আলি খান।সাদা টিশার্ট, শর্ট জিন্স আর মুখে মাস্ক, অনেকের পক্ষেই চিনতে না পারারই কথা।তবে পাপারাজ্জিদের থেকে রেহাই নেই। ফটোগ্রাফারদের তার ছবি তুলতে দেখেই জনৈক এক ব্যক্তি প্রশ্ন করে বসেন তাকে। জিজ্ঞেস করেন 'তোমার নাম কি?'
আরো পড়ুন:- টোকিও প্যারালিম্পিক্সের পুরুষদের হাইজাম্পে রুপোজয়ী প্রবীণ কুমার
একটুও অবাক না হয়ে শান্ত ভাবেই সারা উত্তর দেন 'আমার নাম সারা '। এত বড় পরিবারের সদস্য হয়েও তার এই অমায়িক ব্যবহার, মানুষের প্রতি সম্মান যে হারিয়ে যায়নি সেই প্রসঙ্গে পারিবারিক শিক্ষাকে সাধুবাদ দিয়েছেন অনেকেই। বেশিরভাগ নেটিজেনই সারার নম্রতা, ভদ্রতায় মুগ্ধ।
