ওয়েব ডেস্ক :-পুরুষদের হাইজাম্পে রুপো জিতে টোকিও প্যারালিম্পিক্সের (Tokyo Paralympics) পদক জয়ীদের তালিকার নাম তুলে ফেললেন প্রবীণ কুমার (Praveen Kumar)৷ এই নিয়ে এবারের প্যারালিম্পিক্সে ১১টি পদক জিতল ভারত।ফাইনালে ২.০৭ মিটার লাফিয়ে রুপো জয় করলেন প্রবীণ কুমার। ২.১০ মিটার লাফিয়ে সোনা জেতেন গ্রেট ব্রিটেনের জোনাথন ব্রুম-এডওয়ার্ডস। ২০.৪ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জেতেন পোল্যান্ডের ম্যাসিয়েজ লেপিয়াতো। এখনও পর্যন্ত প্যারালিম্পিক্সে দু’টি সোনা, ৬টি রুপো ও তিনটি ব্রোঞ্জ পেয়েছে ভারত।
#TokyoParalympics, Men's High Jump (T64): Praveen Kumar (Sport Class T44) wins silver medal pic.twitter.com/PqAEmctnpo
— ANI (@ANI) September 3, 2021
Proud of Praveen Kumar for winning the Silver medal at the #Paralympics. This medal is the result of his hard work and unparalleled dedication. Congratulations to him. Best wishes for his future endeavours. #Praise4Para
— Narendra Modi (@narendramodi) September 3, 2021
প্যারালিম্পিক্সের রুপো জয়ী প্রবীণ কুমারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ট্যুইটে মোদী লিখেছেন, 'প্যারালিম্পিক্সে রুপো জয়ী প্রবীণ কুমারের জন্য আমরা গর্বিত। এই পদকটি তার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফল । তাঁকে অভিনন্দন। আগামীর জন্য শুভেচ্ছা।’
