Type Here to Get Search Results !

ঘূর্ণিঝড় ইডার প্রভাবে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৪৪


ওয়েব ডেস্ক :- আমেরিকায় (USA) ঘূর্ণিঝড় ইডার (Hurricane Ida) প্রভাবে রেকর্ড বৃষ্টিপাত এর ফলে বন্যা দেখা দিয়েছে নিউইয়র্কে এবং নিউজার্সিতে। ওই দুই শহরে বন্যায এবং ঝড়ে মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এখনও অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে। গতকাল রাত থেকে বহু মানুষকে গাড়ির ভিতর থেকে উদ্ধার করেছে দমকলবাহিনী। বন্যায় বহু মানুষ তাদের বাড়ির বেজমেন্টে আটকে পড়েছে। রেকর্ড বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় সড়ক গুলো জলের তলায়  তলিয়ে গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে পাতাল রেল পরিষেবা।ইডাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হয়েছে। ঝড়ের তাণ্ডবের সঙ্গেই পাল্লা দিয়ে হয়েছে বৃষ্টি। যা নিউ ইয়র্কের বুকে প্রথম বলাই যায়। এর আগে এই পরিস্থিতি কেউ দেখেনি বলেই জানা গিয়েছে। ১৫-২০ সেমি বৃষ্টি হয়েছে মাত্র কয়েক ঘণ্টায়। 

সংবাদ সংস্থা সূত্রে খবর,নিউ ইয়র্কের সাবওয়ের বেশিরভাগটাই বন্ধ করে দেয়া হয়েছে। নিউ ইয়র্ক এবং নিউ জার্সি থেকে বেশিরভাগ ট্রেন এবং বিমানের ফ্লাইটও বন্ধ রাখা হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকার্য। ক্ষতি হয়েছে ফিলাডেলফিয়া, নিউ জার্সিতে। ঘূর্ণিঝড় আইডা গত রবিবার  লুইজিয়ানায় আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ধরে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল।ঘূর্ণিঝড়ের আঘাতে লুইজিয়ানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে হাজার হাজার ঘরবাড়িতে এখনো কোন বিদ্যুৎ সংযোগ নেই।  

আরো পড়ুন :- টোকিয়ো প্যারালিম্পিকে মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিংয়ে ব্রোঞ্জ পদক জয় করলেন অবনী লেখারা

এদিকে ঝড় কেটে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলেও জল কমা নিয়ে চিন্তায় সেখানকার প্রশাসন। কারণ নিউ জার্সি ও ম্যানহ্যাটানে জল জমার দুর্ভোগ রয়েছে। নিকাশি ব্যবস্থা খারাপ বলেও জানা গিয়েছে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad