Type Here to Get Search Results !

জাপানের প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন ইয়োশিহিদি সুগা


ওয়েব ডেস্ক:- ইয়োশিহিদি সুগা (Yoshihide Suga) জাপানের প্রধানমন্ত্রী হওয়ার এক বছরের মাথায় শুক্রবার তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন ।আজ এ খবর জানিয়েছে জাপানের সংবাদমাধ্যম কিয়োডো নিউজ।২৯ সেপ্টেম্বর ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ জন্য প্রচার শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে। দলের নেতা নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়ে দিয়েছেন সুগা।এ নির্বাচনে যিনিই জিতবেন তিনি জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।কারণ পার্লামেন্টের নিম্নকক্ষে দলটির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

সরে দাঁড়ানোর প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু একই সঙ্গে করোনা পরিস্থিতির মোকাবিলা করা  এবং নির্বাচনে অংশ নিতে হলে বিপুল পরিমাণ শক্তি দরকার। দুটো কাজ একসঙ্গে করতে পারব না।  তাই  আমাকে যে কোনো একটি বেছে নেওয়ার সিদ্ধান্ত নিতে হলো। আমি করোনাভাইরাস প্রতিরোধে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।

আরো পড়ুন:- ঘূর্ণিঝড় ইডার প্রভাবে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৪৪ 

প্রসঙ্গত ,গত বছর সেপ্টেম্বরে শিনজো অ্যাবে স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করলে প্রধানমন্ত্রী হন সুগা। কিন্তু এই বছরের সাধারণ নির্বাচনের আগে করোনা মহামারিতে সুগার জনপ্রিয়তা ৩০ শতাংশের নিচে নেমে এসেছে বলে জানিয়েছে এক সমীক্ষা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad