তনুশ্রী চৌধুরী,কাঁকসা :- ভ্যাকসিন দিতে হবে এই দাবিতে কাঁকসার রাজবাঁধে (Rajbandh) ভারত গ্যাস বটলিং প্লান্টের (Bharat Gas Bottling Plant)গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রহীতারা।স্থানীয়দের অভিযোগ অনলাইলে তারা নাম নথিভুক্ত করেন করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য।সেই মত আজ তাঁদের ভ্যাকসিন সেন্টার অনলাইনে দেখানো হয় ওই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থায়।প্রায় ৩০জন মানুষ তারা দ্বিতীয় ডোজ নিতে এসে গেটে ঢুকতে গেলে তাদের জানানো হয় সাধারণ মানুষের জন্য কোনো ভ্যাকসিনের ব্যাবস্থা করা হয় নি। এটা শুধু মাত্র সংস্থার কর্মীদের এবং এই ভ্যাকসিন রীতিমত কিনে কর্মীদের দেওয়া হচ্ছে। এর পরই কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রহীতারা।
যদিও পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের BMOH ডক্টর বিপ্লব মন্ডল জানিয়েছেন সব ভ্যাকসিন সেন্টার তাদের আয়ত্ত্বে থাকে না। জেলা স্বাস্থ্য দফতর বিভিন্ন কারখানায় ভ্যাকসিনের ব্যাপারে পুরোপুরি নিয়ন্ত্রণ করেন।এই বিষয়ে তার কিছু জানা নেই।
আরো পড়ুন :- জাপানের প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন ইয়োশিহিদি সুগা
তবে সাধারণ মানুষের যে সমস্যা হয়েছে সেটা তারা জেলা স্বাস্থ্য দফতরে অভিযোগ জানাতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার গেটের সামনে।
