দুই দেশ এই প্রথমবার টেস্টে খেলবে। সেই সফরের অনুমতি পেয়ে গেল আফগান ক্রিকেট বোর্ড।আগামী বছরে ভারতেও খেলতে যাওয়ার কথা রয়েছে আফগানিস্তানের। সেই সফরেও তালিবান সমর্থন জানাবে।আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ শিনওয়ারি সংবাদমাধ্যমে জানিয়েছেন , 'আমরা অস্ট্রেলিয়া সফরে দল পাঠানোর অনুমোদন পেয়েছি।তালিবান সাংস্কৃতিক শাখার একজন মুখপাত্র আমাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ এবং ২০২২-এর প্রথমের দিকে ভারত সফরে ওঁরা আমাদের সমর্থন জানাবে।
তালিবান ক্রিকেটকে সমর্থন জানাবে। এই বিষয়ে আমাদের স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে। দেশের যুব সম্প্রদায়ের কাছে এটা স্পষ্ট বার্তা যে খেলাকে অগ্রাধিকার দেবে তালিবান। এটা খুব ভালো ইঙ্গিত।' যদিও মহিলাদের খেলা নিয়ে এখনও কোনও বার্তা দেওয়া হয়নি। গত বছরই ২৫ জন মহিলা ক্রিকেটারকে আফগান বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছিল। তালিবান জমানায় মহিলা ক্রিকেট বন্ধ হলে, মহিলাদের সঙ্গে সেই চুক্তিও বাতিল হয়ে যাবে।
এর আগে নব্বইয়ের দশকে তালিবান শাসনাকালে আফগানিস্তানে বেশিরভাগ বিনোদন নিষিদ্ধ থাকলেও চালু ছিল ক্রিকেট। দুই দশক পর আফগানিস্তানে তালিবানরা ফের ক্ষমতায় আসার পর খেলাধুলায় অংশ নেওয়া অনিশ্চয়তা দেখা দেয়। বিশেষ করে মহিলাদের খেলাধুলায় অংশ নেওয়া এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ।
