Type Here to Get Search Results !

হঠাৎ দাঁতের ব্যথা উঠল, হাতের কাছে কোন ওষুধও নেই, কীভাবে মুক্তি পাবেন এই যন্ত্রণা থেকে ?


দাঁত ব্যথায় যিনি ভোগেন তিনিই জানেন এর ব্যথা কতখানি। মাঝরাতে হঠাৎই ঘুম ভেঙে যায় ব্যথায়। দাঁত ব্যথা না তো মনে হয় গোটা শরীর, মাথা, গলা ব্যথা হয়ে যায়। হঠাৎ ব্যথা উঠল, হাতের কাছে কোন ওষুধও নেই। তখন কীভাবে আপনি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন? আসুন তাহলে গুরুত্বপূর্ণ বিষয়টি জেনে রাখিঃ-

প্রথমেই হালকা করে ব্রাশ করে নিন, চাইলে ফ্লসও করতে পারেন। অনেক সময় দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যকণাই কারণ হতে পারে আপনার দাঁতের যন্ত্রণার। অথবা আপনি একটা কাজ করতে পারেন নুন আর সর্ষে তেল একসাথে মিশিয়ে নিয়ে ধীরে ধীরে দাঁতে ঘষুন। উপকার পাবেন। দাঁতের ব্যায়াম হয়। দাঁতের ব্যাথায় দারুণ কাজ করে নুন জল। এমনকি ডাক্তাররাও এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন । 

আরো পড়ুন:- ব্যথা সারান ঘরোয়া উপায়ে

পেয়ারা পাতা অনেক উপকারে আসে। পেয়ারা পাতা খুব কাজে আসে। পেয়ারা পাতা গরম জলে ফুটিয়ে নিন। ভালো করে ফুটলে সেই জলটা দিয়ে বেশ কয়েকবার কুলকুচি করুন। আর শেষে থেকে যাওয়া পেয়ারা পাতাগুলো হাল্কা করে একটু চিবিয়ে নিয়ে ফেলে দিন। খুব আরাম পাবেন। 

লবঙ্গ গুঁড়ো করে ব্যথাযুক্ত দাঁতের উপর দিন। এটা অনেক পুরনো তবে সহজ একটি পদ্ধতি। লবঙ্গ থেঁতলে অথবা গুঁড়ো করে সামান্য জল বা অলিভ অয়েল মিশিয়ে পেস্টের মত করে যে দাঁতে ব্যথা সেটার উপর লাগিয়ে রাখুন; আরাম হবে।

দাঁতের ফাঁকে কিছুক্ষণ ধরে রাখুন আদার টুকরো। আদা এমনিতেও সবসময় চিবোতে পারেন। ফ্রেশ পুদিনা পাতা ধুয়ে নিন। এরপর চিবিয়ে নিন কিছুক্ষণ । দাঁতের যত্ন নিতে প্রতিদিন রাতে খাওয়ার পর ব্রাশ করুন। তাতে করে দাঁতের ফাঁকে খাদ্যের কণা কিছু লেগে থাকলে বেরিয়ে যাবে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad