ওয়েবডেস্ক :- সম্প্রতি এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মালকিনের আদেশ মেনে একটি পোষা কুকুর বাড়িতে পোষা একটি বিড়ালকে মুখে করে ধরে নিয়ে ভিতরে চলে আসছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কুকুর এবং বিড়ালের পারস্পরিক আচরণ নজর কেড়েছেন নেটিজেনদের।মজার এই ভিডিওতে দেখা যাচ্ছে বাড়িতে অতিথিদের পথ আটকে বসে রয়েছে বিড়াল টি। কিছুতেই সে অতিথিদের বাড়ির ভিতর প্রবেশ করতে দেবে না।এদিকে বিড়ালের এইরকম আচরণে বাড়ির মালকিন তাঁর পোষা কুকুরকে আদেশ দেয়, বিড়ালটিকে সেখান থেকে সরিয়ে ভিতরে নিয়ে আসার।
do i really have to get that damn cat again ? pic.twitter.com/ACXLlTT4nl
— Humor And Animals (@humorandanimals) August 30, 2021
আদেশ পাওয়া মাত্র কুকুরটি গিয়ে মুখে করে বিড়ালটিকে ধরে বাড়ির ভিতরে নিয়ে আসে। এবং একসঙ্গে ছবিও তোলে। কুকুর-বিড়ালের এমন সম্পর্ক নজর কেড়েছে নেটিজেনদের। মজার এই ভিডিও ভাইরাল হতেই তাতে অজস্র লাইক, কমেন্ট করেছে নেটিজেনরা।
