গত সেপ্টেম্বরে ব্যান হয়েছিল জনপ্রিয় গেম PUBG Mobile। এর পর থেকে দেশের বাজারে এই গেমের ফিরে আসা নিয়ে একের পর এক জল্পনা শুরু হয়েছে। কিন্তু বার বার PUBG থেকে বঞ্চিত থাকতে হয়েছে ভারতীয় গেমারদের। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে সংস্থার তরফে জানানো হয়েছিল, PUBG Mobile গেমের সিকোয়েল হচ্ছে এই PUBG New State গেম। এক্ষেত্রে গেমের ব্যাটল রয়্যাল ফরম্যাট জারি থাকছে। অর্থাৎ PUBG-এর তৃতীয় ব্যাটল রয়্যাল গেম এটি। তবে গেমের ডিজাইন ও লুকে পরিবর্তন আনা হয়েছে। গেম ডেভেলপাররা জানিয়েছিলেন, ২০৫১ সালের প্রেক্ষাপটে একটি ব্যাটেল রয়্যালে গেমের আদলে তৈরি করা হয়েছে এই PUBG New State।
কিন্তু ভারতে PUBG Mobile ব্যান থাকার কারণে, এটি এখানকার প্লেয়ারদের অ্যাক্সেসযোগ্য হয়নি। তবে লঞ্চের প্রায় ৬ মাস কেটে যাওয়ার পর ভারতীয় গেমাররা এর স্বাদ পেতে চলেছে! আসলে দক্ষিণ কোরিয়ার ভিডিও গেম কোম্পানিটি আজ ঘোষণা করেছে যে PUBG New State এখন ভারতেও লাইভ হয়েছে। এই মুহূর্তে আগ্রহীরা গেমটির প্রি-রেজিস্ট্রেশন করতে পারবেন। আগামী কয়েকদিনের মধ্যে এটি Android এবং ios প্ল্যাটফর্মে ফ্রি-টু-প্লে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য উপলব্ধ হবে।
ইতিমধ্যে PUBG New State গেমটি লঞ্চের কয়েক মাসের মধ্যেই পাবজির আসল ব্যাটেল রয়্যাল ভার্সনের মত সাড়া পেয়েছে এবং বিশ্বব্যাপী মোবাইল গেমারদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে । ভারত, চীন,এবং ভিয়েতনামের মত বড় দেশে ব্যান থাকা সত্ত্বেও এটি বিশ্বব্যাপী Android - ios ডিভাইস থেকে ৩২ মিলিয়নেরও বেশি সংখ্যক প্রি-রেজিস্ট্রেশন হয়েছে বলে জানা গিয়েছে।PUBG New State গেমটি খেলার জন্য ফোনে কমপক্ষে অ্যান্ড্রয়েড ৬.০ ও এস থাকতে হবে।
