ওয়েব ডেস্ক :- গুরুতর অসুস্থ হয়ে পড়লেন প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু (Saira Banu)। প্রবীণ বলিউড অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি দেখে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, বর্তমানে আইসিইউতে রয়েছেন তিনি।
বার্ধক্যজনিত সমস্যার মাঝে ব্লাড প্রেশার ওঠা-নামাতে অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। যার জেরে তড়িঘড়ি মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় সায়রা বানুকে দিন দুয়েক আগে। তবে বুধবার দুপুরে অবস্থার অবনতি হলে,চিকিৎসকরা তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন।অভিনেত্রীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন বলিউড ।
