নীলেশ দাস,আসানসোল:- পশ্চিম বর্ধমানের আসানসোল জেলাশাসক দপ্তরে ৬ জন ছাত্র ছাত্রীকে স্টুন্ডেট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হলো। বুধবার আসানসোলের জেলাশাসক দপ্তরের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র ছাত্রীদের হাতে স্টুন্ডেট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্টুন্ডেসস ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনা করেছিলেন। সেই মতো পশ্চিম বর্ধমান জেলায় বহু ছাত্র ছাত্রীরা স্টুন্ডেট ক্রেডিট কার্ড তৈরীর জন্য আবেদন করেছিলেন।
এদিন পশ্চিম বর্ধমান জেলাশাসক দপ্তরে ৬ জন ছাত্র ছাত্রীদের হাতে এই স্টুন্ডেট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়েছে। এই স্টুন্ডেট ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্র ছাত্রীরা আগামী দিনে পড়াশোনার জন্য লোন পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
