নীলেশ দাস,আসানসোল:- ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে বাড়ির দরজার তালা ভেঙ্গে বাড়িতে ঢুকে লুটপাটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রূপনারায়ানপুরে।ঘটনাটি ঘটেছে বুধবার সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত রূপনগর একনম্বর এলাকায়।
জানা যায় যে,ওই এলাকার গৌতম সরকার নামে একজনের বাড়িতে বুধবার সকালে বাড়ির মালিকের অনুপস্থিতিতে তালা ভেঙে দুষ্কৃতিরা ঘরে ঢুকে আলমারি থেকে শুরু করে ড্রেসিং টেবিল ও শোকেশ ভাঙচুর করে সমস্ত জিনিস লন্ডভন্ড করে। আলামরিতে থাকা নগদ সাড়ে চার হাজার টাকা,সোনার চেন,সোনার লকেটে,টিকলি সহ আনুমানিক তিন লক্ষ টাকার সম্পত্তি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।
গৌতম সরকার জানান,তিনি বুধবার সকালে নটা নাগাদ ডিউটি যায় সেই সময় তার স্ত্রীও বাইরে ছিল তাই বাড়িতে কেউ ছিল না কিন্তু দুপুর বেলা প্রায় বারোটা নাগাদ বাড়ি এসে বাড়ির প্রধান দরজা খুলেই দেখেন ঘরের দরজার তালা ভাঙা ভেতরে গিয়ে দেখেন সমস্ত কিছু ওলট-পালট।
খবর দেওয়া হয় রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশকে।পুলিশ ঘটনা স্থলে এসে সব দিক খতিয়ে দেখে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।কিন্তু প্রশ্ন উঠছে দিনের বেলায় এই ধরনের ভয়ানক চুরি ঘটনা ঘটলো কি ভাবে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উঠছে নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রশ্ন।
