ওয়েব ডেস্ক :- আফগানিস্তান (Afghanistan) জয় করেও এখনও অধরা হয়ে রয়েছে পঞ্জশির (Panjshir) তালিবানের কাছে । বুধবার সেই পঞ্জশির থেকেই দ্বিতীয়বার ফিরে গেল তালিবানরা। আটের দশকে তৎকালীন রুশ সৈন্যরাও ব্যর্থ হয়ে পঞ্জশির থেকেই ফিরে গিয়েছিলেন।পঞ্জশিরে নর্দার্ন অ্যালায়েন্সের সঙ্গে লড়াইয়ে নিকেশ হয়েছে ৩৫০ জন তালিবান।সেই সঙ্গে ৪০ জন তালিবানকে বন্দিও করা হয়েছে বলে দাবি করা হয়েছে মাসুদ বাহিনীর পক্ষ থেকে।
প্রসঙ্গত,পঞ্জশির চিরদিনই তালিবানদের অধরা হিসাবে থেকে গিয়েছে। এর আগে ৯৬-এ যখন গোটা আফগানিস্তান প্রায় তালিবানদের দখলে, তখনও পঞ্জশিরে নিজেদের আধিপত্য ধরে রেখেছিল আহমেদ শাহ মাসুদের বাহিনী। ২০০১ সালে আল-কায়দা জঙ্গিদের হাতে খুন হতে হয় আহমেদ শাহ মাসুদকে। কিন্তু তারপরও পঞ্জশির দখল করতে পারেনি তালিবানরা। উলটে, মার্কিন সেনার সঙ্গে হাত মিলিয়ে আফগানিস্তানকে তালিবান মুক্ত করার কাজে হাত লাগিয়েছিল আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদের বাহিনী।
So far from battle of Khavak last night, taliban has 350 casualties, more than 40 captured & prisoned. NRF got many new American vehicles, weapons & ammunitions as a trophy. Commanded Defense of Khavak,Commander Munib Amiri 👏🏼#AhmadMassoud #Taliban #Panjshir #secondresistance pic.twitter.com/nSlFN47xL2
— Northern Alliance 🇭🇺 (@NA2NRF) September 1, 2021
উল্লেখ্য, মার্কিন সেনা সরতে শুরু করার পরই দ্রুত আফগানিস্তান দখল করে তালিবান। কিন্তু মসনদে বসেও তাদের অধরা রয়ে গিয়েছে পঞ্জশির। দুর্গম এই পাহাড়ি উপত্যকা এখনও বশ্যতা স্বীকার করেনি তালিবানের কাছে। আহমেদ মাসুদের নেতৃত্বে লাগাতার লড়াই যাচ্ছে তারা। তালিবান জঙ্গিদের সঙ্গে তাদের সংঘর্ষে ফের একবার পর্যদুস্ত জেহাদিরা। অন্তত তেমনটাই দাবি নর্দান অ্যালায়েন্সের। তবে এখনও পর্যন্ত তালিবানরা যে সেভাবে সুবিধা করে উঠতে পারেনি তা স্পষ্ট।
