তনুশ্রী চৌধুরী,পানাগড়:- পানাগড়ে পলিফিল্ম শিল্প ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে রাজ্যে একাধিক শিল্প স্থাপনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যে ইথানল তৈরির শিল্প গড়ে তোলা হবে বলে জানান তিনি। এরজন্য বিনিয়োগ হবে ১৫০০ কোটি টাকা। ইথানল ভাঙা চাল থেকে তৈরি হয়ে থাকে।
আরো পড়ুন:- শিল্পে দেশে প্রথম হওয়াই লক্ষ্য,প্রচুর বিনিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী এদিন বলেন এই জৈব জ্বালানি পেট্রল, ডিজেলের চাহিদা কম করবে। বিপুল টাকা বাঁচবে। প্রায় অর্ধেক দামে ওই জ্বালানি পাওয়া যাবে। তাছাড়া কৃষকদের কাছ থেকে ভাঙা চাল কিনে নিলে কৃষকরাও লাভবান হবেন। ৪৮ হাজারের বেশি মানুষ কাজ পাবেন।পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন জানান এক লক্ষ কোটি টাকার বিনিয়োগ ইতিমধ্যেই এসেছে রাজ্যে। প্রস্তাবনা রয়েছে ১৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগের।
