Type Here to Get Search Results !

শিল্পে দেশে প্রথম হওয়াই ল’ক্ষ্য,প্রচুর বিনিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর


তনুশ্রী চৌধুরী,পানাগড়:- দুর্গাপুর থেকে সড়কপথে পানাগর শিল্প তালুকে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ করে পানাগড় শিল্প তালুকে তৈরি হয়েছে একটি বেসরকারি কারখানা। সেই কারখানার শিল্যান্যাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সকাল থেকেই পানাগড় শিল্প তালুকের সভামঞ্চের পাশে অস্থায়ী হেলিপ্যাডে সব রকম প্রস্তুতি নেওয়া ছিল। তবে এদিন দুর্গাপুর থেকে সড়কপথে পানাগড় শিল্প তালুকে সভায় পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি বেসরকারী কারখানার শিলান্যাস সহ আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের নিয়ে পুলিশ ডে সেলিব্রেট করেন তিনি। এছাড়াও শিল্পপতিদের নিয়ে আজ সভামঞ্চে একটি বৈঠক করেন।

মুখ্যমন্ত্রী ছাড়াও মঞ্চে একাধিক মন্ত্রী সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন।সভায় হাজির ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিধায়করাও।

পানাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি বেসরকারী কারখানার উদ্বোধন সহ  একাধিক প্রকল্পের ভার্চুয়াল সূচনা করেন মুখ্যমন্ত্রী। এদিন পানাগর থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে যে বিমানবন্দরটি রয়েছে সেটিতে আগামী দিনে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হবে এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা মিলবে সেখান থেকে।

রাজ্যজুড়ে একাধিক প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল পরিমাণে কর্মসংস্থান হবে। তৈরি করা হচ্ছে যেটা হাব, দেওচা পাচামি তে শিল্প গড়ার পরিকল্পনা রয়েছে। ভাঙ্গা চাল থেকে ইথানল তৈরি করা হবে একদিকে ইন্ডাস্ট্রি চলবে অন্যদিকে ভাঙ্গা চাল চাচিকে আর কম দামে বিক্রি করতে হবে না কারণ ভাঙ্গা চাল থেকে তৈরি করা হবে ইথানল। 

ব্যবসায়ীদের পোল্ট্রি ফার্ম এর উপর জোর দেওয়ার কথা বলেন তিনি কারণ পোল্ট্রি ফার্ম তৈরি করলে সেখানে সরকারি সাবসিটি রয়েছে। একটি পোলট্রি ফার্ম তৈরি করে রোজগার এর সাথে কর্মসংস্থানের সুযোগ বাড়বে সেখানে তাই পোল্ট্রি ফার্ম এর উপর ব্যবসায়ীরা যাতে জোর দেয় সেই বিষয়ে আবেদন করেন মুখ্যমন্ত্রী। 

এর ফলে যে পরিমাণের ডিম বাইরে থেকে কিনতে হতো সেটা আর কিনতে হবে না। এছাড়াও করোনা সচেতনতায় সকলকে সচেতন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন বাড়ির বাইরে বেরোলে সর্বদা মাস্ক পড়ে বেরোবেন বাচ্চাদের আদর করা থেকে একটু সাবধান থাকার কথা বলেন তিনি। 

এক নজরে মুখ্যমন্ত্রী  কী কী বলেছেন 

'এখন আমার ডেস্টিনেশন শিল্প। সামাজিক কর্মসূচিতে এখন আমরা ১  নম্বর। এখন আমার নজর শিল্প-কারখানায়।'

'আমি রেলমন্ত্রী থাকা কালীন ডেডিকেটেড ফ্রেট করিডোর করেছিলাম । দু  হাজার একর জমি চিহ্নিতকরণের কাজও শেষ।'

'পানাগড় বাদে আট হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, তাতে ২৫ হাজার কর্মসংস্থান হবে।'

'দেউচায় বিশ্বের দ্বিতীয় সব থেকে বৃহত্তম কয়লা খাদান তৈরি করছি। তা থেকে সুবিধা পাবে পুরুলিয়া, হুগলি, বর্ধমান।'

'তাজপুর পোর্টও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি।'

'ইথানলের মতো জৈব জ্বালানি তৈরি হবে বাংলায়। ভাঙা চাল দিয়ে তৈরি হবে জ্বালানি। ৪৮ হাজারের বেশি মানুষ কাজ পাবেন। কৃষকদেরও সুবিধা হবে।'

'জঙ্গলমহল সুন্দরী প্রকল্পে বিনিয়োগ হচ্ছে বাহাত্তর হাজার কোটি টাকা। তাতে কর্মসংস্থান হবে লাখ লাখ  মানুষের।'

'গত দশ বছরে ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে রাজ্যে। প্রস্তাবনা রয়েছে ১৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগের।'

'দেড় হাজারের বেশি আইটি সংস্থা বাংলায় কাজ করে।'

'এখন আমাদের লক্ষ্য ডেটা স্টোরেজ। নতুন ডেটা ইন্ডাস্ট্রি নীতিতে রাজ্যের নতুন লক্ষ্য তথ্য ব্যবস্থাপনা এবং সংগ্রহের হাব হিসেবে বাংলাকে গড়ে তোলা। শুধু পূর্ব ভারত নয়, বাংলাদেশ, নেপাল, ভুটানের প্রয়োজন মেটাবে এটি। আগামী পাঁচ বছরে বাংলায় ৪০০ মেগাওয়াটের ডেটা সেন্টার তৈরি হবে।'

'বানতলায় চামড়ার কারখানাগুলিতে পাঁচ লক্ষ কর্মসংস্থান হয়েছে। অতিমারীতেও ৪০ শতাংশ কর্মসংস্থান বাড়িয়েছি। এমএসএমই-তে মোট ১ কোটিরও বেশি কর্মসংস্থান হয়েছে।'

'বাংলায় বিনিয়োগ করুন। আমাদের সরকার শিল্পের পাশে আছে। এ রাজ্য শিল্পে এক নম্বর হবে।'

'শিল্পের কথা মাথায় রেখে একটি নতুন এমপাওয়ারমেন্ট গ্রুপ তৈরি করেছি। আমি নিজে এর চেয়ারম্যান থাকছি। এ ছাড়া পার্থ চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন রাজ্যের মন্ত্রীও থাকবেন গ্রুপে। রাজ্যের বিভিন্ন শিল্পের কী অবস্থা, কতটা আভাব রয়েছে, তা খতিয়ে দেখবে এই গ্রুপ।'

আরো পড়ুন:- ইথানলের মতো জৈব জ্বালানি এবার বাংলাতেই তৈরি হবে পানাগরে জানালেন মুখ্যমন্ত্রী

পাশাপাশি এদিন পানাগর এ এসে ফের বিজেপি'র কালো টাকা ফেরানোর কথা তুলে বিজেপিকে খোঁচা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন কালাধন নিয়ে আসবে বলেছিল কিন্তু সেই কালাধন এখনো এলো না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad