ওয়েবডেস্ক:- ভ্যাকসিনের দুটো ডোজ নিয়েও করোনায় আক্রান্ত ফারহা খান (Farah Khan)। নিজেই কোভিড (Covid 19) পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন তিনি।ভ্যাকসিনের দুটো ডোজ নিয়ে এক মাস আগে জোরকদমে কাজে নেমেছিলেন ফারহা। কিন্তু তা সত্ত্বেও কোভিড থাবা বসাল তাঁর শরীরে।বুধবার কোভিড রিপোর্ট হাতে পান ফারহা খান। জানতে যে মারণ ভাইরাস থাবা বসিয়েছে তাঁর শরীরেও।ইতিমধ্যেই তাঁর সংস্পর্শে আসা সকলকে কোভিড টেস্ট করানোর জন্য পরামর্শ দিয়েছেন ফারহা খান। আর যার জেরে আতঙ্কে রয়েছেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)।
কারণ, সম্প্রতি ‘সুপার ডান্সার ৪’-এর বিচারক হিসেবে তিনি শিল্পার সঙ্গে শুটিং করেছিলেন।পাশাপাশি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গেও ‘কৌন বনেগা ক্রোড়পতি’র একটি বিশেষ পর্বের শুট করেছেন দিন কয়েক আগে।সেটের সকলকে ফারহা জানিয়ে দিয়েছেন তাঁরা যেন নিজেদের কোভিড টেস্ট অতি অবশ্যই করিয়ে নেন।
