Type Here to Get Search Results !

'আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক ছিল' : বাইডেন


ওয়েবডেস্ক:- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে তাঁর অবস্থান সঠিক ছিল বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, যারা আমেরিকার ও তার মিত্রদের ক্ষতি করতে চায়, তাদের জন্য আমেরিকা কখনো বিশ্রাম নেবে না। আমেরিকা কখনো ভুলে যাবে না। কখনো ক্ষমা করবে না।

আফগানিস্তানের (Afghanistan) মাটি থেকে সেনা প্রত্যাহারে সিদ্ধান্তে প্রথম থেকেই অনড় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার জন্য তাঁকে কম কথা শুনতে হয়নি। আন্তর্জাতিকমহল তো বটেই, এমনকী আমেরিকার (America) বন্ধু রাষ্ট্র বাইডেনের এই সিদ্ধান্তকে সমর্থন জানাতে পারেননি। উল্টে তাদের আর্জি ছিল আফগানিস্তানে আরও কিছুদিন মার্কিন সেনা থাকলে ভালো হয়। কিন্তু সেই সব আর্জি কর্ণপাত করেন নি বাইডেন । জানিয়ে দেন, সিদ্ধান্ত থেকে সরে আসার প্রশ্নই ওঠে না। 

মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার প্রিয় দেশবাসী, আফগানিস্তানের যুদ্ধ শেষ। আমি দেশের চতুর্থ রাষ্ট্রপতি যাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, এই যুদ্ধ কী শেষ করতে হবে এবং কখন করতে হবে । প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে মার্কিন নাগরিকদের কাছে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ আমি সেই প্রতিশ্রুতি পালন করেছি। প্রতিশ্রুতিকে সম্মান জানিয়েছি।’

বাইডেন আরো জানান, দু’টো রাস্তা সামনে ছিল— হয় আফগানিস্তান থেকে চলে আসা অথবা পরিস্থিতি আরও খারাপ করে তোলা। সাধারণ নাগরিক, সামরিক বাহিনীর কর্তা, উপদেষ্টা এবং যুদ্ধক্ষেত্রে থাকা কম্যান্ডারদের সর্বসম্মতির ভিত্তিতেই সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। 

৩০ আগস্ট আফগানিস্তান থেকে শেষ মার্কিন সেনা প্রত্যাহার করা হয়। এর মধ্যে দিয়ে আমেরিকার ২০ বছরের আফগান যুদ্ধের অবসান ঘটে।হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তৃতায় বাইডেন বলেন, আফগান যুদ্ধ নিয়ে আমেরিকার চার প্রেসিডেন্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে তিনি জনগণকে কথা দিয়েছিলেন, এই যুদ্ধের অবসান ঘটাবেন। যুদ্ধকে প্রলম্বিত না করে তিনি তাঁর কথা রেখেছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad