তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কারখানায় কাজে পুনর্বহালের দাবিতে কাঁকসার বালাজি কারখানার সামনে বিক্ষোভ এ বসলেন কারখানার একশো সত্তর জন শ্রমিক। শ্রমিকদের অভিযোগ একশো সত্তর জন শ্রমিককে অনৈতিকভাবে কারখানা কর্তৃপক্ষ কাজ থেকে ছাঁটাই করেছে। কারখানায় পুনর্বহালের দাবিতে তাই সকাল থেকেই বিক্ষোভে বসেন শ্রমিকরা।
মুখ্যমন্ত্রী রয়েছেন দুর্গাপুরে সার্কিট হাউসে। শিলান্যাস করতে যাবেন দুর্গাপুর সংলগ্ন পানাগড়ের শিল্পতালুকে ধানুকা গ্রুপের প্রকল্পের।ধানুকা গ্রুপ সূত্রের খবর প্রকল্প রুপায়িত হলে প্রায় ২০০ জনের কর্মসংস্থান হওয়ার কথা।অথচ মুখ্যমন্ত্রীর থাকার জায়গা এবং শিলান্যাস স্থলের কয়েক কিলোমিটারের মধ্যেই দুর্গাপুরে সাগড়ভাঙ্গা তে চলছে শ্রমিক বিক্ষোভ। বেসরকারি ( বালাজী গ্রুপ) এক শিল্প সংস্থার গেটে ছাঁটাই হওয়া ১৭০ জন শ্রমিক এবং স্থানীয় মানুষেরা বিক্ষোভে বসেন।
সিটু এই অবস্থান বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করেন।ছাঁটাই হওয়া শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন যেন তাদের আবার কারখানার গেটে ঢোকার অনুমতি দেওয়া হয়।এদিন শ্রমিকদের আন্দোলনে যোগ দেন পশ্চিম বর্ধমান জেলার সিপিআইএম নেতৃত্ব। উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ বংশগোপাল চৌধুরী সহ পশ্চিম বর্ধমান জেলার সিপিআইএমের সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার সহ অন্যান্যরা।
প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী বলেন যেখানে সরকার বারবার ঘোষণা করেছিলেন যে করণা পরিস্থিতিতে কোন কারখানা থেকে শ্রমিকদের ছাঁটাই করা হবে না সেখানে ১৭০ জন শ্রমিককে কেন ছাঁটাই করা হলো সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
