ওয়েবডেস্ক :- প্রয়াত জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের কুপার হাসপাতালে মৃত্যু হয় সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla)৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অভিনেতার মৃত্যুর খবর জানানো হয়৷ পোস্টমর্টেমের পর সিদ্ধার্থের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়৷বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা এমনটাই অনুমান চিকিৎসকের।পোস্টমর্টেমের পরই জানা যাবে তাঁর মৃত্যুর আসল কারণ।
বেশ কয়েকটি মেগা সিরিয়ালে অভিনয় করে। তারই মধ্যে বালিকা বধূ (Balika Vadhu) সিরিয়ালে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন অভিনেতা। ঝলক দিখলা যা সিক্স, ফিয়ার ফ্যাক্টর: খতরো কি খিলাড়ি সেভেন সহ একাধিক রিয়ালিটি শোতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ। রিয়ালিটি শো বিগ বসের হাত তাঁর জনপ্রিয়তা অন্যমাত্রায় পৌঁছায়। বিগ বস ১৩-এর (Bigg Boss 13) বিজয়ী ছিলেন সিদ্ধার্থ।
Actor Siddharth Shukla was brought dead to the hospital at 10.30 am. The cause of death is yet to be ascertained, says Mumbai's Cooper Hospital pic.twitter.com/KZO2k8MSPQ
— ANI (@ANI) September 2, 2021
আরো পড়ুন:- জোড়া গোল করে বিশ্বরেকর্ডের মালিক হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
মাত্র ৪০-বছর বয়সেই চলে গেলেন সিদ্ধার্থ৷ তাঁর মৃত্যুর খবরে টেলি টাউন সহ অভিনয় জগতে শোকের ছায়া নেমে আসে৷ সিদ্ধার্থের বাড়িতে রয়েছেন তাঁর মা এবং বোন৷ ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েন সিদ্ধার্থের মা৷
