ওয়েবডেস্ক:-বৃহস্পতিবার বাজার বন্ধের সময় ৯৫৮ পয়েন্ট বৃদ্ধিতে সেনসেক্স ৫৯,৮৮৫ পয়েন্টে থেমেছিল। আজ বাজার খুলতেই সেনসেক্স নতুন রেকর্ড উচ্চতায় খুলেছে।৬০ হাজারি মাইলস্টোন পেরিয়ে নতুন ঐতিহাসিক উচ্চতা ছুঁয়ে ফেলল সেনসেক্স। গতকাল থেকেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, নিফটির সূচক। বৃহস্পতিবারের লেনদেনের সময় সেনসেক্স সর্বোচ্চ ৫৯,৯৫৭ পয়েন্টে পৌঁছেছিল। পাশাপাশি, নিফটি সারাদিনের লেনদেনে সর্বোচ্চ ১৭,৮৪৪ পয়েন্টে পৌঁছেছিল।গতকালের লেনদেনে, সেন্সেক্সের ৩০টি স্টকের মধ্যে ২৬টি স্টকই লাভের মুখ দেখেছে। গতকাল নিফটি ২৭৬ পয়েন্ট বেড়ে ১৭,৮২২ পয়েন্টে বন্ধ হয়েছিল। শুক্রবারের প্রথমিক লেনদেনে নিফটিও ১৭,৯০০ পয়েন্ট অতিক্রম করেছে।
শুক্রবারের প্রথমিক লেনদেনে ইনফোসিস(Infosys ), এইচসিএল টেক(Hcl ), টিসিএস(TCS ), এশিয়ান পেইন্টস (Asian Paints) , এইচডিএফসি ব্যাংক(HDFC Bank), মারুতির (Maruti )শেয়ার দর সেনসেক্সে বেড়েছে। গতকালের লেনদেনে নিফটি শেয়ারে সবচেয়ে বেশি লাভ দেখা গেছে কোল ইন্ডিয়া(Coal India), টাটা মোটরস (TATA Motors) , অ্যাক্সিস ব্যাংক (Axix Bank), এসবিআই (SBI)এবং টাটা স্টিলের(TATA Steel) শেয়ারে। নিফটি ব্যাংক ২.২৪ শতাংশ, ফাইন্যান্স সার্ভিসেস ২.২৮ শতাংশ, রিয়েলিটি সূচক ৮.৬৬ শতাংশ বেড়েছিল। এ ছাড়া ধাতু, আইটি সূচকও গতকাল বেড়েছে।
