Type Here to Get Search Results !

কেবিসি-তে আসা অনুরাগীকে শুভেচ্ছা জানালেন রোহিত


ওয়েবডেস্ক:-
রিয়্যালিটি শো  'কউন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati 13) -তে  তিথি হিসেবে এসে গিয়েছেন নামকরা ক্রীড়াবিদরা। এবার রিয়্যালিটি শো Kaun Banega Crorepati -তে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) অথিতি হিসাবে ভার্চুয়ালি হাাজির হলেন টিম ইন্ডিয়ার ভাইস-ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। 

এদিন প্রতিযোগী প্রাণশু আবার রোহিত শর্মার ডাই-হার্ড ফ্যান। রোহিতকে বড় পর্দায় আচমকা দেখতে পেয়ে তিনি রীতিমতো চমকে গিয়েছিলেন। সঞ্চালক অমিতাভ বচ্চন তাঁকে বলেন যে, রোহিতকে আনা হয়েছে তাঁর জন্য। প্রাণশুকে কিছু কথা বলার জন্য বলেছিলেন বচ্চন। কিন্তু প্রাণশু পরিস্কার জানান যে, ভগবানের সঙ্গে কারোর পক্ষে কথা বলা সম্ভব নয়। 

যা শুনে রোহিতও লজ্জিত হয়ে পড়েন ও প্রাণশুকে শুভেচ্ছা জানান কেবিসি জয়ের জন্য।রোহিতের শুভেচ্ছা পেয়ে ৫ লক্ষ টাকা জেনেন প্রাণশু। তাঁর জন্য কউন বনেগা ক্রোড়পতি-তে টাকা জেতার থেকেও অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে রোহিতের সঙ্গে কথা বলার ওই মুহূর্ত ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad