এদিন প্রতিযোগী প্রাণশু আবার রোহিত শর্মার ডাই-হার্ড ফ্যান। রোহিতকে বড় পর্দায় আচমকা দেখতে পেয়ে তিনি রীতিমতো চমকে গিয়েছিলেন। সঞ্চালক অমিতাভ বচ্চন তাঁকে বলেন যে, রোহিতকে আনা হয়েছে তাঁর জন্য। প্রাণশুকে কিছু কথা বলার জন্য বলেছিলেন বচ্চন। কিন্তু প্রাণশু পরিস্কার জানান যে, ভগবানের সঙ্গে কারোর পক্ষে কথা বলা সম্ভব নয়।
Rohit Sharma's surprise visit in KBC episode makes contestant Pranshu happy 💕 #RohitSharma #KBC13 pic.twitter.com/qDkz9K8v1w
— 🅒︎🅡︎🅘︎🅒︎🄲🅁🄰🅉🅈 𝗠𝗥𝗜𝗚𝗨™ 🇮🇳❤️ (@CricCrazyMrigu) September 23, 2021
যা শুনে রোহিতও লজ্জিত হয়ে পড়েন ও প্রাণশুকে শুভেচ্ছা জানান কেবিসি জয়ের জন্য।রোহিতের শুভেচ্ছা পেয়ে ৫ লক্ষ টাকা জেনেন প্রাণশু। তাঁর জন্য কউন বনেগা ক্রোড়পতি-তে টাকা জেতার থেকেও অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে রোহিতের সঙ্গে কথা বলার ওই মুহূর্ত ।
