Type Here to Get Search Results !

শুক্রবার আরও কিছুটা সস্তা হলো সোনা


ওয়েব ডেস্ক:- উৎসবের মরসুমে সুখবর। বৃহস্পতিবারের পর আজ শুক্রবার ফের কিছুটা সস্তা হল সোনা (Gold Price Today)। চলতি সপ্তাহের দামের নিরিখে সবচেয়ে কম দাম লক্ষ্য করা গেছে শুক্রবার। আন্তর্জাতিক বাজারেও দাম কমেছে সোনার ।ভারতে সোনার দর (Gold Price in India) প্রতি ১০ গ্রামে ১০ টাকা কমেছে।এদিন ২৪ ক্যারাট (24 karat) পাকা সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৩০০ টাকা। গতকালের  তুলনায় ৬০ টাকা কম। ২২ ক্যারাট (22 karat) সোনার প্রতি ১০ গ্রামে দাম ৪৫ হাজার ৩০০ টাকা।এমসিএক্স সূচকে সোনার দামে নিম্নমুখী ট্রেন্ড বজায় রয়েছে। ভারতে গোল্ড ফিউচারের (Gold Future) ট্রেড ১.২৮ শতাংশ পতন হয়েছে। এমসিএক্স ওয়েবসাইটেও সেই পতন লক্ষ্য করা গেছে। 

রাজধানী দিল্লিতে ২২ ক্যারাট সোনার দাম ৪৫ হাজার ৭৪০ টাকা। ২৪ ক্যারাট সোনার দাম ৪৯ হাজার ৮৯০ টাকা। বেঙ্গালুরুতে ২২ ক্যারাট সোনার দাম ৪৩ হাজার ২০০ টাকা ও ২৪ ক্য়ারাটের দাম ৪৭ হাজার ১৩০ টাকা।শুক্রবার কলকাতাতেও সোনার দাম কিছুটা কমেছে । এদিন শহরে ২২ ক্য়ারাট গহনা সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৫ হাজার ৯০০ টাকা। বৃহস্পতিবারের তুলনায় ১০ চাকা কমেছে দাম।  কলকাতায় ২৪ ক্যারাট পাকা সোনার দাম প্রতি দশ গ্রামে ৪৮ হাজার ৬০০ টাকা।চেন্নাাইতে ২২ ক্যারাট সোনার দাম ৪৩ হাজার ৫৭০ টাকা। ২৪ ক্যারাটে ৪৭ হাজার ৫৩০ টাকা। মুম্বইতে ২২ ক্যারাট সোনার দাম ৪৫ হাজার ২৯০ টাকা ও ২৪ ক্যারাটে ৪৬ হাজার ২৯০ টাকা।  

 সাধারণত সোনা আমদানি, পরিবহন খরচ, শুল্ক ইত্যাদির উপর নির্ভর করে বিভিন্ন শহরে সোনার দামে হেরফের হয়। দাম কমেছে রুপো ও প্ল্য়াটিনামেরও ।  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad