Type Here to Get Search Results !

মেসিকে পেছনে ফেলে আয়ের শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালডো

ওয়েবডেস্ক:-গোটা বিশ্বের ধনী ব্যক্তিদের সম্পদের খোঁজ-খবর রাখা ম্যাগাজিন ফোর্বসের প্রকাশিত সবশেষ তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালডো (Cristiano Ronaldo) পেছনে ফেলেছেন মেসিকে (Lionel Messi)।বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারের তালিকায় এতোদিন শীর্ষ স্থানটি দখলে রেখেছিলেন মেসি। এবার তাকে হটিয়ে সেই জায়গায় চলে এসেছেন আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালডো ।

ফোর্বস বলছে, মেসি  চলতি মৌসুমে সব মিলিয়ে আয় করতে যাচ্ছেন ১১ কোটি ডলার। এরমধ্যে পার্ক দো প্রিন্সেস থেকে বেতন ও বোনাস থেকে সাত কোটি ৫০ লাখ ডলার আয় করবেন মেসি।এদিকে, মেসির ক্লাব পিএসজি’র সতীর্থ নেইমার ও কিলিয়ান এমবাপ্পে যথাক্রমে তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে।নেইমার ৯ কোটি ৫০ লাখ ডলার উপার্জন করতে যাচ্ছেন, অন্যদিকে এমবাপ্পে বেশ পেছনে আছেন সম্ভাব্য ৪ কোটি ৭০ লাখ ডলার আয় নিয়ে।লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ পঞ্চম স্থানে আছেন সম্ভাব্য ৪ কোটি ১০ লাখ ডলার আয় নিয়ে। 

আর বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডোস্কি ৩ কোটি ৫০ লাখ ডলার আয় নিয়ে ফোর্বসের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন।তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন স্প্যানিশ তারকা ও বার্সেলোনার প্রাক্তন  মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার। তিনি সাড়ে তিন কোটি ডলার আয় নিয়ে । ইনিয়েস্তা বর্তমানে জাপানের ক্লাব ভিসেল কোবের হয়ে খেলেন।তিন কোটি ৪০ লাখ ডলার আয় নিয়ে অষ্টম স্থানে আছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফরাসি তারকা পল পগবা। তিন কোটি ২০ লাখ ডলার আয় নিয়ে নবম স্থানে আছেন ওয়েলসের স্ট্রাইকার গ্যারেথ বেল। আর দশম স্থানে থাকা রিয়ালের উইঙ্গার এডেন হেজার্ডের চলতি মৌসুমে আয় করতে যাচ্ছেন ২ কোটি ৯০ লাখ ডলার। 

আরোপড়ুন:- মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানালেন ভারত সফরের আমন্ত্রণ 

৩৬ বছরের রোনালডো (CR7)সাত কোটি ডলার ট্রান্সফার ফি’তে আবারো ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরে এসে  চলতি মৌসুমে ওল্ড ট্রাফোর্ড থেকে বেতন ও বোনাস বাবদ ১২ কোটি ৫০ লাখ ডলার আয় করতে যাচ্ছেন। এই হিসাব কর দেওয়ার আগের চিত্র। বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকে চলতি মৌসুমে আরো ৫ কোটি ৫০ ডলার আয় করতে যাচ্ছেন। এক্ষেত্রে তার চাইতে বেশি আয় করা ক্রীড়াবিদ আছেন মাত্র তিন জন। এরা হলেন রজার ফেদেরার (৯ কোটি ডলার), লিবোর্ন জেমস (৬ কোটি ৫০ লাখ ডলার) এবং টাইগার উডস (৬ কোটি ডলার)।এর আগে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের তালিকায় শীর্ষ স্থানে ছিলেন লিওনেল মেসি। চলতি মৌসুমে আকর্ষণীয় চুক্তিতে পিএসজি’তে যোগ দিলেও সেই শীর্ষ স্থান ধরে রাখতে পারেননি এই আর্জেন্টাইন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad