Type Here to Get Search Results !

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানালেন ভারত সফরের আমন্ত্রণ


ওয়েবডেস্ক:-তিন দিনের মার্কিন সফরে ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(PM Narendra Modi)। সফরের শুরুতে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে আমেরিকার অন্যতম সেরা পাঁচ সংস্থার সিইও-র সঙ্গে বৈঠক করেন।ভারতে বিনিয়োগ নিয়ে সেই বৈঠকে আলোচনা হয়েছে । ওয়াশিংটনে মোদী কোয়ালকম (Qualcomm), অ্যাডোব (Adobe),ফার্স্টসোলার (First Solar), জেনারেলঅ্যাটোমিক্স (General Atomics) এবং ব্ল্যাকস্টোনের (Black Stone) সিইও-দের সঙ্গে বৈঠক করেছেন। বিভিন্ন সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠকের পরেই মোদী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের (Kamala Harris) সঙ্গে বৈঠকে যোগ দেন।

একাধিক বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। এর আগে ফোনে ভারতীয় বংশোদ্ভুত কমলার সঙ্গে মোদীর কথা হয়েছিল। তবে এই প্রথম সরাসরি সাক্ষাৎ তাঁদের।করোনাকালে ভারতের ভূমিকার প্রশংসা করেন কমলা হ্যারিস। দ্রুত করোনার প্রতিষেধক তৈরিতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকারও প্রশংসা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। বৈঠক শেষে ভারতে আসার জন্য কমলা হ্যারিসকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi Meets Kamala Harris)।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে মোদী টুইটে লিখেছেন, 'কমলা হ্যারিস। তাঁর কৃতিত্ব সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করেছে। আমরা একাধিক বিষয় নিয়ে কথা বলেছি। যা ভারত-মার্কিন বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে। এই আলোচনার মাধ্যমে মূল্যবোধ এবং সাংস্কৃতিক সংযোগ বাড়বে।' নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে আপ্লুত মার্কিন ভাইস প্রেসিডেন্টও। ভারতকে আমেরিকার গুরুত্বপূর্ণ সহযোগী দেশ বলে অভিহিত করেন হ্যারিস।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আমেরিকায় কোয়াডের চতুর্দেশীয় বৈঠকে যোগ দিতে গিয়েছেন নরেন্দ্র মোদী। শুক্রবার হোয়াইট হাউসে (White House) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে বৈঠক করবেন মোদী। সেই বৈঠকর পরেই মোদীকে সঙ্গে নিয়ে কোয়াডের চতুর্দেশীয় বৈঠকের উদ্বোধন করবেন বাইডেন। বৈঠকে থাকবেন জাপানের প্রধানমন্ত্রী যোশিহিদে সুগা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। আফগানিস্তান পরিস্থিতির পাশাপাশি, চিন, পাকিস্তান, আন্তর্জাতিক বাণিজ্য-সহ একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে কোয়াড নেতাদের মধ্যে।

আরোপড়ুন:- YouTube ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য সুখবর ,অফলাইনে দেখা যাবে ভিডিও

উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগেই মোদী আলাদা করে বৈঠক সেরেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গেও দেখা করবেন মোদী।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad