ওয়েবডেস্ক :- দিনেদুপুরে গ্যাংস্টারদের তাণ্ডব দিল্লির রোহিণী কোর্টে ৷ আদালতের ভিতর সকলকে চমকে দিয়ে চলল গোলাগুলি ৷ জানা গিয়েছে, উকিলের পোশাক পরে ছদ্মবেশে আদালতে প্রবেশ করেছিল দুষ্কৃতীরা ৷ গ্যাংস্টারদের গুলির পাল্টা জবাব দেয় পুলিশ ৷ কুখ্যাত দুষ্কৃতী জিতেন্দ্র ওরফ গোগীকে আজ দিল্লির রোহিণী কোর্টে পেশ করার জন্য নিয়ে আসা হয়েছিল ৷
237 নম্বর ঘরে চলছিল শুনানি ৷ সূত্রের খবর সেই সময়ই গোগীর বিরোধী গোষ্ঠী গ্যাংয়ের দুষ্কৃতী উকিলের পোশাকে ছদ্মবেশে আদালতে ঢোকে ৷ 237 নম্বর ঘরের কাছে গিয়ে গোগীর উপর এলোপাথাড়ি গুলি চালায় তারা ৷ জবাবে পুলিশও গুলি চালায় ৷ পুলিশের গুলিতে দু‘জন হামলাকারীর মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত হয় গোগী ৷ পরে তারও মৃত্যু হয় ৷
Delhi: Shots fired at Rohini court premises, at least three injured. Details awaited. pic.twitter.com/sQLu6nPiVz
— ANI (@ANI) September 24, 2021
Two criminals opened fire at gangster (Jitender Mann) 'Gogi' when he was taken to the (Rohini) court for a hearing. In retaliation, police shot dead both the attackers. One of them was carrying a reward of Rs 50,000: Delhi Police Commissioner Rakesh Asthana to ANI pic.twitter.com/xOFnPMvTKU
— ANI (@ANI) September 24, 2021
কিছুদিন আগেই জিতেন্দ্র গোগি নামে কুখ্যাত গ্যাংস্টারকে গ্রেফতার করে দিল্লি পুলিস। যার বিরুদ্ধে ৫০ টি জঘন্য অপরাধের মামলা রয়েছে।একটি মামলায় গোগিকে আদালতে নিয়ে আসা হলে হামলা করা হয় টিল্লু গ্যাংয়ের তরফে। পুলিসের তরফে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল।স্পেশাল সেলের বেষ্টনিতেই আদালত চত্বরে আসে গোগি। সেই সময়ই গোগির বিরুদ্ধ গোষ্ঠী উকিলের পোশাকে এসে অভিযুক্তর উপর গুলিবর্ষণ করেন।
পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ৩ গ্যাংস্টারের। প্রায় ৩৫-৪০ রাউন্ড গুলি চালানো হয়েছে বলেই খবর। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ২ জন আইনজীবীও গুলিবিদ্ধ। ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আদালত এলাকায়। আদালত চত্বরে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় প্রশ্নে রাজধানীর নিরাপত্তা।
