সোমনাথ মুখার্জী, অন্ডাল :- এক কর্মীকে সাসপেন্ড করার প্রতিবাদে বৃহস্পতিবার অন্ডালের (Andal) বাকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারি-তে (Colliery) বিক্ষোভ দেখাল শ্রমিক সংগঠন কেকেএসসি। বিক্ষোভের জেরে এদিন ঘন্টাখানেক বন্ধ থাকে কোলিয়ারির উৎপাদন ।
কোলিয়ারি সূত্রে খবর, কর্তব্যে গাফিলতির অভিযোগে শ্যামসুন্দরপুর কোলিয়ারির মাইনিং সরদার চন্দন শিকদারকে সাসপেন্ড করে কর্তৃপক্ষ । সোমবার কাজে যোগ দিতে এসে তিনি জানতে পারেন কর্তৃপক্ষের নির্দেশে তার হাজিরা বন্ধ করা হয়েছে ।
চন্দন বাবুর অভিযোগ তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত । তিনি জানান আগে তিনি 'ইনমশা'- সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন । সম্প্রতি সেই সংগঠনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে কেকেএসসি সংগঠনে যোগ দেন । ইনমোসা সংগঠনের নেতাদের পরামর্শেই কর্তৃপক্ষ তাকে সাসপেন্ড করেছে বলে অভিযোগ করেন তিনি ।
মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার কোলিয়ারি তে বিক্ষোভ দেখায় তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কেকেএসসি । বিক্ষোভের জেরে প্রায় ঘণ্টাখানেক ব্যাহত হয় কলিযারির উৎপাদন । সংগঠনের নেতা সুনীল কর্মকার, বলাই ব্যানার্জি-রা জানান শ্যামসুন্দরপুর কোলিয়ারি-তে বিভিন্ন সংগঠন ছেড়ে সাম্প্রতিককালে অনেকেই কেকেএসসি-তে যোগ দিচ্ছে । যার ফলে শক্তিশালী হচ্ছে তাদের সংগঠন । এটা আটকাতেই ইনমশা-র সাথে যোগসাজশে কর্তৃপক্ষ চন্দন শিকদারকে সাসপেন্ড করেছে ।
আরো পড়ুন:- হনুমানের কামড়ে জখম ১০ জন গ্রামবাসী
সাসপেন্ড প্রত্যাহার করার দাবিতে আজকের তাদের বিক্ষোভ বলে জানান তারা । চন্দন শিকদারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হয়েছে বলে শেষ পাওয়া খবরে জানা গেছে । যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোলিয়ারি কর্তৃপক্ষের
