তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গত দু দিন ধরে অভিযান চালিয়ে ১২টি বেআইনি ভাবে অতিরিক্ত পরিমানে পাথর বোঝাই লরি আটক করলো কাঁকসা (Kanksa) ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা।কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি জানিয়েছেন লাগাতার অভিযান চলছে।পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়কে গত দু দিন ধরে অভিযান চালানো হয়।সেই অভিযানে ১২টি পাথর বোঝাই লরি (Truck) আটক হয়।
আরো পড়ুন:- এক কর্মীকে সাসপেন্ড-এর প্রতিবাদে বিক্ষোভ অন্ডালের কোলিয়ারি-তে
লরি গুলিকে মোটর ভীকেল দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।জানা গেছে অতিরিক্ত পরিমানে (Over Load) পাথর বোঝাই করে বীরভূম (Birbhum) থেকে পানাগড়ে (Panagarh) আসছিলো লরি গুলি । গাড়ি গুলিকে মোটা অংকের জরিমানা করা হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর।
