নিজস্ব প্রতিনিধি:- ভ্যাকসিন চুরির অভিযোগ ঘিরে উত্তাল হয়ে ওঠে পূর্ব বর্ধমানের (East Burdwan) গলসি। গলসির (Galshi) ভুঁড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালের এক অস্থায়ী কর্মীকে হাতে নাতে ধরে ফেলেন এলাকাবাসিন্দারা। তারপর তাকে হাসপাতালের (Hospital)পাশে একটি মার্কেটে আটকে রাখা হয়। দীর্ঘদিন ধরে তিনি ভ্যাকসিন চুরি করে বিক্রি করছিলেন বলে অভিযোগ করেন স্থানীয় মানুষজন।
খবর চাউর হতেই বহু উত্তেজিত মানুষ ভিড় জমান এলাকায়। জনরোষ থেকে বাঁচাতে স্থানীয় কয়েকজন যুবক কে একটি মার্কেটে ভিতরে আটকে রাখেন। সেখানেই তার একটি ওষুধের দোকান আছে। ওই ওষুধের দোকান থেকেও ভ্যাকসিন বিক্রি করার অভিযোগ করেন মানুষজন।
স্থানীয় বাসিন্দা গোপীনাথ মুখার্জ্জী, রাজু মল্লিক, আসগর মল্লিকদের দাবী, মঙ্গলবার ভ্যাকসিন ক্যাম্প ছিল ভুঁড়ি হাসপাতালে। যেখানে ১৯৭ জনের ভ্যাকসিন নেওয়ার কথা ছিল। তবে সবাইকে ভ্যাকসিন দিতে না পারায় পরদিন আসতে বলে হাসপাতালের কর্মীরা। সেইদিন সব ভ্যাকসিন না হওয়ায় পরদিন ২৭ জনকে ভ্যাকসিন দেওয়া হবে বলে টোকেন দেন অভিযুক্ত অস্থায়ী কর্মী ও আশা কর্মীরা।
আরো পড়ুন:- অভিযান চালিয়ে ১২টি ওভারলোডেড পাথর বোঝাই লরি আটক করলো কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা
সেখান থেকে অভিযুক্ত অস্থায়ী কর্মী সাতটি ভ্যাকসিন তিনি বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ করেন মানুষজন। তাদের দাবী পয়সার বিনিময়ে নিজের বাড়িতে ভ্যাকসিন বিক্রি করেছেন অভিযুক্ত। সেকথা স্বীকারও করে নেন অভিযুক্ত বলে দাবি স্থানীয়দের। গলসি পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়।
