নীলেশ দাস, আসানসোল:- এলাকায় ধস,ধসের কারণে বিক্ষোভ। ইসিএলের (ECL) গাড়ি ঘিরে বিক্ষোভ, গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।রানিগঞ্জের জেকে নগরে (JK Nagar) কয়লা খনিতে গ্রামবাসীদের বিক্ষোভ কে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় । বৃহস্পতিবার সেই বিক্ষোভের সময় ওই পথ দিয়ে যাবার সময় এক ইসিএলের আধিকারিকের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা বলে অভিযোগ।
এর পরেই ওই এলাকায় পৌছায় রানিগঞ্জ (Raniganj) থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে ওই এলাকায় একটি ধসের ঘটনা ঘটে। সেই ধসের পরিপ্রেক্ষিতে জেকে নগর কয়লা খনির (Coal Mines) সামনে একজোট হয়ে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা।
সেই বিক্ষোভ চলার সময় গ্রামবাসীরা উত্তেজিত হয়ে ওই ইসিএল আধিকারিকের গাড়ির উপর হামলা চালায় বলে অভিযোগ। এমনকি গাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে জানা যায়। এমনকি সেই সময় ওই কোলিয়ারির দুই মহিলা এজেন্টও আটকে পড়ে ওই জায়গায়।
আরো পড়ুন:- ভ্যাকসিন চুরির অভিযোগ ঘিরে উত্তাল পূর্ব বর্ধমানের গলসি
সে সময় তাদের ঘিরে ধরেও বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। পরে উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে রানীগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি এঘটনার জেরে দীর্ঘক্ষণ কাজ বন্ধ হয়ে যায় ওই কোলিয়ারিতে। যদিও পরে ইসিএল কর্তৃপক্ষের আশ্বাসে শুরু হয় কোলিয়ারির উৎপাদন।
