নীলেশ দাস, আসানসোল:-রান্না গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আসানসোল (Asansol) শহরে বিক্ষোভ কংগ্রেসের। দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। সেই মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস সাধারণ মানুষের। হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের। গত ১ লা সেপ্টেম্বর থেকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি (LPG Gas Price Hike) করা হয়েছে ২৫ টাকা। সেই মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার আসানসোলের বস্তিন বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস (Congress)।
আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের নেতৃত্বে রাস্তায় ট্যায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। এদিনের এই বিক্ষোভ থেকে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় কংগ্রেসের সকল নেতৃত্বরা। পাশাপাশি কেন্দ্রের মোদি সরকারকে কটাক্ষ করেছেন বিক্ষোভে সামিল কংগ্রেসের নেতৃত্ব। এদিকে বেশকিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় কংগ্রেসের নেতৃত্বরা।
আরো পড়ুন:- ধসের কারণে বিক্ষোভ এলাকাবাসীর, ইসিএলের গাড়ি ভাঙচুরের অভিযোগ
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ পুইতন্ডি,শাহ আলম খান,অশোক রায়,রাজু দত্ত,মোঃ শাকির,মমতাজ আহমেদ,সঞ্জয় ঘোষ,মোঃ ইমরান,মোঃ মিনহাজ, আফজল,পিন্টু,রবি সহ কংগ্রেসের অন্যান্যরা।
