নীলেশ দাস, আসানসোল :-আসানসোলের জেলাশাসক দপ্তরে কৃতী ছাত্র ছাত্রীদের ভার্চুয়ালি সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলাশাসক দপ্তরে আসানসোলের ২০ জন ও দুর্গাপুরের ১৮ জন, মোট ৩৮ জন কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে এদিন নবান্ন থেকে ভার্চুয়ালি ভাবে সমস্ত জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্র ছাত্রীদের ভার্চুয়ালি সংবর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আসানসোলের পশ্চিম বর্ধমান জেলাশাসক দপ্তরে জেলার কৃতী ছাত্র ছাত্রীদের লেপটপ ও মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি স্টুন্ডেসস ক্রেডিট কার্ডের সুবিধা নিয়ে আগামী দিনে পড়াশোনা করার আবেদন জানানো হয়েছে।
আরো পড়ুন:- রান্না গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আসানসোলে পথ অবরোধ করে বিক্ষোভ কংগ্রেসের
এদিনের অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অভিজিৎ সেভালে সহ সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন।
