নীলেশ দাস, আসানসোল:- বার্নপুর (Burnpur) গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির নামে হোয়াটস অ্যাপ (Whatsapp) গ্রুপে কুরুচিকর মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয় আসানসোলের শিখ ধর্মের মানুষের মধ্যে। কুরুচিকর মন্তব্যের পরেই বার্নপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে হীরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে সূত্রের খবর। জানা গেছে অভিযোগ পাওয়ার পরেই এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে ধৃত ওই যুবকের নাম বল বিন্দর সিং।
এদিকে বৃহস্পতিবার বার্নপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির সম্পাদক সুরন্দর সিং বলেন গত ২৬ শে জুলাই কৃষি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বার্নপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির সদস্যরা এক আন্দোলন করেছিলেন। আর সেই আন্দোলন নিয়ে এক হোয়াটস অ্যাপ গ্রুপে কুরুচিকর মন্তব্য করে ওই যুবক।
এমনকি বার্নপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির নামেও কুরুচিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন। এই ঘটনার পরেই বার্নপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে হীরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। পাশাপাশি গ্রুপ অ্যাডমিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানান বার্নপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি।
