Type Here to Get Search Results !

কমলা হ্যারিসকে অভিনব উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


ওয়েবডেস্ক :-মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। করোনা আবহে প্রায় দুবছর বিদেশ সফরে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকায় জো বাইডেন (Joe Biden) ক্ষমতায় আসার পর প্রথমবার মার্কিন(US) সফরে গিয়েছেন মোদী। বাইডেন-হ্যারিসের সঙ্গে বৈঠক ছাড়াও আরও অনেক কর্মসূচি রয়েছে। কিন্তু খালি হাতে যাননি তিনি। উপহারের ডালি সাজিয়ে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী।মার্কিন সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের (Kamala Harris) সঙ্গে সাক্ষাৎ করেছেন মোদী। এ সময় তিনি কমলা হ্যারিসের হাতে তুলে দেন এক অভিনব উপহার।

ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে দুটি উপহার দিয়েছেন মোদী। তার মধ্যে একটি হলো কমলার পিতামহ পিভি গোপালনের একটি নথি। ওই নথিকে একটু সুদৃশ্য কাঠের ফ্রেমে বাঁধিয়ে  উপহার দেন মোদি। পিভি গোপালন ভারতের একজন সরকারি আধিকারিক ছিলেন। চাকরির প্রয়োজনে ভারতের বিভিন্ন অঞ্চলে ঘুরেছেন তিনি।ওই নথি ছাড়াও কমলাকে উজ্জ্বল রঙের মীনা করা দাবা উপহার দিয়েছেন মোদি। ভারতের কাশীতে তৈরি ওই  দাবার সেটের প্রত্যেকটি ঘুঁটির কারুকার্য দেখার মতো। 

আরোপড়ুন:- আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এছাড়া, মার্কিন  সফরের প্রথমদিনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে সাক্ষাৎ করেছেন মোদী।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে একটি সোনালি ও গোলাপি রঙের মীনা করা জাহাজের ক্ষুদে সংস্করণ উপহার দিয়েছেন মোদি।অন্যদিকে,  জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে সাক্ষাতের সময় তাকে চন্দনকাঠ দিয়ে তৈরি বুদ্ধমূর্তি উপহার দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad