নীলেশ দাস ,আসানসোল:- গত বৃহস্পতিবার কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত বাংলা-ঝাড়খন্ড সীমান্ত বরাকর চেকপোস্টে পুলিশের নাকা চেকিং করার সময় সন্দেহ হয় এক ঝাড়খন্ড নম্বর বাইকে। বাইককে থামিয়ে পুলিশের নাকা চেকিং এর সময় ওই বাইক আরোহীর ব্যাগ খুলতেই বেরিয়ে আসে ২৫ টি সেভেন এম.এম আগ্নেয়অস্ত্র এবং ৪৬ টি ম্যাগাজিন। এরপর ওই সন্দেহভাজন কে আটক করে পুলিশ বরাকর ফাঁড়িতে জিজ্ঞসাবাদের জন্য নিয়ে যায়।
আগ্নেয়অস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্তে নামে কুলটি থানার পুলিশ। ঘটনার বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম। সেখানে সমস্ত পুলিশ আধিকারিকরাও ছিলেন এদিন।
তবে ধৃত আশ মহম্মদ ওরফে (বাবলু) কুলটি থানা কেন্দুয়া বাজারের বাসিন্দাকে শুক্রবার আসানসোল আদালতে তোলা হয় । পুলিশের তদন্তের স্বার্থে ১০ দিনের জন্যে পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে। কারণ বিশাল পরিমানে যে আগ্নেয়াঅস্ত্র উদ্ধার হয়েছে। তা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
