নীলেশ দাস ,আসানসোল :- জেলাশাসক ও পৌরনিগমের উদ্যোগে জাতি শংসাপত্র দেওয়া হয়। দুয়ারে সরকার ক্যাম্পে জাতি শংসাপত্রের জন্যে যে ফার্ম ফিলাপ করেছিল মানুষরা। তাই জেলাশাসক ও পৌরনিগমের উদ্যোগে জাতি শংসাপত্র দেওয়া হয়। শুক্রবার আসানসোল পৌর নিগমের ৫৫ নম্বর ওয়ার্ডের কুমারপুর কমিউনিটি হলে এই শংসাপত্র দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এই বিষয়ে আসানসোল পৌর নিগম প্রশাসক বোর্ডের সদস্য শ্যাম সরেন বলেন,পশ্চিমবঙ্গের যে প্রকল্প দুয়ারে সরকার মানুষ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়ার জন্যে যে ফার্ম ফিলাপ করেছিল। তারই মধ্যে যে জাতি শংসাপত্র ১০৬ জনকে বিতরণ করেন। মানুষ এত কম সময়ের মধ্যে জাতি শংসাপত্র পাওয়ার জন্যে খুশি। আশা করবো আগামীদিনে ১০৬ টি ওয়ার্ডে এই পরিষেবা দিতে পারবো।
যারা এই দুয়ারে সরকারে যারা ফার্ম ফিলাপ করেছিল। অন্যদিকে ৫৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দীপা চক্রবর্তী বলেন,দুয়ারে সরকার পরপর ২১-৩-১৩ যে ফার্ম ফিলাপ করেছিল মানুষদেরকে শংসাপত্র দেওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটক, সমস্ত সরকারি আধিকারিকের সহযোগিতায় । সমস্ত সরকারি আধিকারিককে ধন্যবাদ জানাবো, অল্প সময়ের মধ্যে যে এই শংসাপত্র দেওয়া জন্যে।
তবে অনেকেরই বাকি রয়েছে আশা করছি খুব দ্রুততার সাথে সেই গুলোও হয়ে যাবে বলে জানান তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগম প্রশাসক বোর্ডের সদস্য শ্যাম সরেন,প্রাক্তন কাউন্সিলর দীপা চক্রবর্তী,প্রাক্তন ওয়ার্ড কমিটির সভাপতি শঙ্কর চক্রবর্তী,সহ সরকারি আধিকারিকরা।
