ওয়েবডেস্ক:- আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে (US President Joe Biden) ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে নতুন দিল্লি মার্কিন প্রেসিডেন্ট-এর সফরের অপেক্ষায় রয়েছে। বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, 'প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি জো বাইডেনকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন ধন্যবাদ ও কৃতজ্ঞতার সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেছেন। আমরা অবশ্যই আশা করছি যে মার্কিন প্রেসিডেন্ট খুব তাড়াতাড়ি ভারত সফরে আসবেন।' বৃহস্পতিবার, প্রধানমন্ত্রী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁকেও ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন মোদী।
শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ৮টায় হোয়াইট হাউসে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয়। হোয়াইট হাউসের ওভাল অফিসে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন। প্রায় ঘণ্টাখানেক দুই দেশের প্রধানের কথা হয়।
বৈঠকের শুরুতে বাইডেন বলেন, ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক বিশ্বের বৃহত্তম গণতন্ত্রিক শক্তি হতে বাধ্য। মোদী এবং আমি মহামারী মোকাবিলায় কী পদক্ষেপ নেব এবং সুরক্ষার জন্য কী পদক্ষেপ নেওয়া যায়, সে সম্পর্কে আলোচনা করব। প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করে বলেন, আমি ২০১৫, ২০১৬ সালে আপনার সঙ্গে বিস্তারিত কথা বলার সুযোগ পেয়েছিলাম। ভারত-মার্কিন সম্পর্কের জন্য আপনার দৃষ্টিভঙ্গি সত্যিই অনুপ্রেরণামূলক।
আরো পড়ুন:- কমলা হ্যারিসকে অভিনব উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
জো বাইডেন এবং নরেন্দ্র মোদীর বৈঠকে আফগানিস্তান নিয়ে বিস্তারিত কথা হয়েছে। সেখানে দুই রাষ্ট্রনেতাই স্পষ্ট করেছেন, তালিবানকে নিজের কথা রাখার দরকার। এর পাশাপাশি আফগানিস্তানের মাটিকে যাতে আতঙ্কবাদীদের কাজে না লাগান হয়, সে ব্য়াপারেও জোর দেওয়া হয়েছে। আফগানিস্তানে পাকিস্তানের সক্রিয়তা রয়েছে। সে ব্যাপারেও তাঁদের মধ্যে কথা হয়।
