Type Here to Get Search Results !

বিদ্যালয়ের ফি কমানোর দাবিতে সরব হলেন অভিভাবকরা

 


তনুশ্রী চৌধুরী,পানাগড়:- বিদ্যালয়ের ফি কমানোর দাবিতে সরব হলেন অভিভাবকরা। পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে যেখানে ২৪০টাকা করে বিদ্যালয়ের ফি সেখানে ১৫০০টাকা করে কেনো ফি নেওয়া হোচ্ছে সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।

বিদ্যালয়ের অভিভাবক তথা DYFI ওর সদস্য পিন্টু সিং বলেন এই বিষয়ে তারা প্রতিবাদ জানিয়ে স্কুল সহ আশেপাশে এলাকায় DYFI ও SFI এর ব্যানারে প্রতিবাদ জানিয়েছে পোষ্টার দিয়েছেন তারা। করোনার জন্য মানুষের এখন রোজগার নেই।১৫০০টাকা করে বিদ্যালয়ের ফি কি ভাবে দেবে।স্কুল কর্তৃপক্ষের কাছে তারা বিদ্যালয়ের ফি কমানোর দাবি জানিয়েছেন।

আরো পড়ুন:- ফুচকার প্রেমে পড়েননি এবং প্রেমে পড়ে ফুচকা খাননি এমন বাঙালি বিরল,সেই সাবেক আলু ছোলা মরিচার ফুচকার এখন ফিউশন রূপ মিলছে বর্ধমান শহরের উপকন্ঠে কাঞ্চননগরে

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার পান্ডে জানিয়েছেন সব কিছু তো প্রধান শিক্ষক স্থির করে না।এই বিষয়ে বিদ্যালয়ের একটা কমিটি আছে।আলোচনা চলছে এই বিষয়ে কিছু একটা সমাধান বের হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad