তনুশ্রী চৌধুরী,পানাগড়:- বিদ্যালয়ের ফি কমানোর দাবিতে সরব হলেন অভিভাবকরা। পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে যেখানে ২৪০টাকা করে বিদ্যালয়ের ফি সেখানে ১৫০০টাকা করে কেনো ফি নেওয়া হোচ্ছে সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।
বিদ্যালয়ের অভিভাবক তথা DYFI ওর সদস্য পিন্টু সিং বলেন এই বিষয়ে তারা প্রতিবাদ জানিয়ে স্কুল সহ আশেপাশে এলাকায় DYFI ও SFI এর ব্যানারে প্রতিবাদ জানিয়েছে পোষ্টার দিয়েছেন তারা। করোনার জন্য মানুষের এখন রোজগার নেই।১৫০০টাকা করে বিদ্যালয়ের ফি কি ভাবে দেবে।স্কুল কর্তৃপক্ষের কাছে তারা বিদ্যালয়ের ফি কমানোর দাবি জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার পান্ডে জানিয়েছেন সব কিছু তো প্রধান শিক্ষক স্থির করে না।এই বিষয়ে বিদ্যালয়ের একটা কমিটি আছে।আলোচনা চলছে এই বিষয়ে কিছু একটা সমাধান বের হবে।
