তনুশ্রী চৌধুরী,পানাগড়:- সন্ধ্যা নামতেই বসে যাচ্ছে মদ আর গাঁজার আসর পানাগড় হিন্দি হাইস্কুলের ভিতরে।স্কুল প্রাঙ্গনের ভিতরেই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের, বিয়ারের বোতল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সন্ধ্যা হলেই নিরাপদে মদ পানের আসর বসাচ্ছে দুস্কৃতিরা। শুধু তাই নয় সন্ধ্যা নামতেই এই স্কুল পাঙ্গনে চলে নানান অসামাজিক কাজ বলে অভিযোগ।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দুস্কৃতিদের পীঠস্থান হয়ে গিয়েছে এই স্কুল প্রাঙ্গন।
স্কুল প্রাঙ্গনের ভিতরেই যেভাবে মদের বোতল পড়ে রয়েছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রতিদিন এখানে চলে মদের আসর। রাত বাড়তেই এখানে চলে নানান অসামাজিক কাজকর্ম।যে ভাবে স্কুলের প্রবেশ দ্বারেই পড়ে আছে মদের বোতল তাতে ছেলে মেয়েদের মনে কু প্রভাব পড়বে বলে অনুমান অভিভাবকদের।
আরো পড়ুন:- বিদ্যালয়ের ফি কমানোর দাবিতে সরব হলেন অভিভাবকরা
স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার পাণ্ডে স্বীকার করেন স্কুলের ভিতরে মদের বোতল পড়ে থাকার কথা। তিনি বলেন সবাই মিলে সচেতন হতে হবে যাতে এধরনের কাজকর্ম যাতে বন্ধ করা যায় । প্রধান শিক্ষক বলেন স্কুল এসব পরিস্কার করে দেবে যাতে ছাত্রছাত্রীদের মনে কুপ্রভাব না পড়ে। এছাড়াও প্রশাসনের কাছে স্কুলের পক্ষ থেকে আবেদন করা হবে যাতে তারাও এই বিষয়ে স্কুলকে সহযোগিতা করে।
