তনুশ্রী চৌধুরী,পানাগড়:- গত কয়েকমাস ধরে বেহাল অবস্থা পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের।পানাগড়ের দার্জিলিং মোড় থেকে বীরভূমের ইলামবাজার পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।আর সেই গর্ত বাঁচাতে লরির চালকরা দ্রুত গতিতে ডান দিক দিয়ে যাতায়াত করায় ঘটছে দুর্ঘটনা।গত কয়েকদিন আগে রাস্তার গর্তে মোটর সাইকেলের চাকা পরে যাওয়ার ফলে মোটর সাইকেল থেকে এক মহিলা আরোহী রাস্তায় পড়ে যাওয়ায় লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।এছাড়াও নিত্য দিন অন্ধকারে রাস্তার গর্ত বুঝতে না পেরে সাইকেল ও মোটর সাইকেল আরোহীরা পড়ে গিয়ে আহত হচ্ছেন।
পানাগড়ের বাসিন্দা দিগন্ত মুখার্জি বলেন রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল,নিত্যদিন দুর্ঘটনা ঘটছে,এই রাস্তা দিয়ে সাইকেল মোটর সাইকেল নিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে বর্তমানে।
গাড়ি চালক নজরুল ইসলাম বলেন তার বাড়ি বীরভূমে। কাজের সূত্রে তাকে মাঝে মাঝে পানাগড়ে আসতে হয় কিন্তু যে ভাবে রাস্তায় গর্ত রয়েছে তার উপর দিয়ে গাড়ি নিয়ে চলাচল করলে ক্ষতি হচ্ছে গাড়ির।দীর্ঘ প্রায় ৩মাসেরও বেশি সময় ধরে এই সমস্যায় ভুগতে হোচ্ছে তাদের।
স্থানীয় বাসিন্দা সুনীল মহন্ত বলেন সাইকেল নিয়ে এই রাত দিয়ে চলা মনে জীবন হাতে করে চলা।দিনের বেলা তবুও যাতায়াত করা যায়।কিন্তু রাতের বেলা ভয়ানক ব্যাপার হয়ে ওঠে এই রাস্তা দিয়ে যাতায়াত। তার দাবি প্রশাসন একটু নজর দিয়ে দ্রুত এই রাস্তার গর্ত গুলো বোজানোর ব্যবস্থা করুক।
এই রাস্তার উপর দিয়েই নিত্যদিন যাতায়াত করেন কাঁকসা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধক্ষ গৌরাঙ্গ ঘোষ। তিনি স্বীকার করেছেন সমস্যার কথা।তিনি বলেন বর্ষার সময় মেরামতের কাজ হলেও তা ফলপ্রসূ হয় নি।রাস্তায় খানা খন্দের জন্য চলাচল দায় হয়ে পড়েছে।এই বিষয়ে তারা উদ্যোগ নেবেন যাতে দ্রুত মেরামত করা যায়।
কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য তথা কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন বর্ষার আগেই মেরামত করা হয়েছিল। কিন্তু যে হারে বৃষ্টি হয়েছে এবছর তার কারণেই ফের নানা জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে।তবে তারা দ্রুত এই বিষয়ে উদ্যোগ নেবেন যাতে গর্ত গুলো দ্রুত মেরামত করা যায়।
