তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শুক্রবার পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক (Panagarh Industrial Park) সংলগ্ন শেরপুর এলাকায় স্থানীয় বর্গাদার ও ক্ষেতমজুরদের নিয়ে সভা করলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী, এছাড়াও ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের যুব সহ সভাপতি সমরেশ ব্যানার্জি সহ এলাকার তৃণমূল কর্মীরা।তৃণমূলের (TMC) অভিযোগ বিজেপি (BJP) এবং সিপিএম (CPM)এলাকার বর্গাদার এবং ক্ষেত মজুরদের নিয়ে এলাকায় মিথ্যে অপপ্রচার করছে। তাই বিজেপি এবং সিপিআইএমের মিথ্যা অপপ্রচার রুখতে পথে নামল কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস।
কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী বলেন গত ১ তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানাগড় শিল্প তালুকের একাধিক কারখানার উদ্বোধন করেন। কিন্তু তার আগেই কাঁকসা ব্লক জুড়ে সিপিআইএম গোটা এলাকায় পোস্টার দিয়ে মিথ্যা অপপ্রচার শুরু করে দেয়। অপরদিকে বিজেপিও খেতমজুর ও বর্গদার দের ভুল বুঝিয়ে মিথ্যা অপপ্রচার শুরু করে দিয়েছে গোটা এলাকা জুড়ে। তাই বিজেপি ও সিপিআইএমের মিথ্যা অপপ্রচার রুখতে তৃণমূলের পক্ষ থেকে এলাকার বর্গাদার ও ক্ষেতমজুরদের নিয়ে আজ একটি সভা করা হয়।
আরো পড়ুন :- তেজস এক্সপ্রেসের কামরায় বিধায়কের কীর্তি
তিনি বলেন এলাকার সমস্ত ক্ষেত মজুরদের রাজ্য সরকারের পক্ষ থেকে ৩৭ হাজার ৫০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে পরিবারপিছু।এবং যে সমস্ত বর্গাদার তাদের নথিপত্র জমা দিয়েছেন তারা জমির মূল্য অনুযায়ী ২৫% করে টাকা পেয়েছেন।কিন্তু তা সত্ত্বেও বিজেপি এবং সিপিআইএম এলাকায় মিথ্যা অপপ্রচার করে চলেছে।
