Type Here to Get Search Results !

তেজস এক্সপ্রেসের কামরায় বিধায়কের কীর্তি


ওয়েবডেস্ক:-পাটনা-দিল্লিগামী তেজস রাজধানী এক্সপ্রেসের এ-১ কামরায় অন্তর্বাস পরে ঘুরছেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর অর্ধনগ্ন ছবি। যেখানে দেখা যাচ্ছে পরনে অন্তর্বাস, গায়ে সাদা গেঞ্জি, হাতে ঘড়ি পরে ট্রেনে ঘুরছেন ওই ব্যক্তি। তা দেখে প্রতিবাদ করেন বেশ কয়েকজন যাত্রী। উল্টে তাঁদের সঙ্গে বচসায় জড়ান অভিযুক্ত ব্যক্তি । তিনি আর কেউ নন তিনি বিহারের জেডিইউ এর নির্বাচিত বিধায়ক গোপাল মণ্ডল। তাঁর এহেন কাজে ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। বিধায়কের সঙ্গে অন্যান্য যাত্রীদের বচসা এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিষয়টিতে শেষমেষ RPF এর তত্‍পরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।  

আরপিএফ সূত্রে খবর, পাটনা-নিউ দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেসের এ-১ কোচের তিন টি  সিটগুলি বিধায়ক গোপাল মন্ডলের নামে বুক করা হয়েছিল। অপর দিকেই দুটি আসনে নিজের পরিবারকে নিয়ে সফর করছিলেন প্রহ্লাদ পাসওয়ান নামের এক ব্যক্তি। তাঁদের সামনেই বিধায়ক পোশাক ছাড়তে থাকেন এবং একসময় শুধুমাত্র অন্তর্বাস পড়েই ঘুরতে শুরু করেন ট্রেনের মধ্যে। তাঁরা প্রতিবাদ করতেই বিধায়ক এবং তাঁর সঙ্গীরা হুমকি দেন বলে অভিযোগ । পরে অন্য়ান্য যাত্রীরাও প্রতিবাদ জানালে শুরু হয় বচসা। খবর যায় রেলরক্ষী বাহিনীর কাছে। শেষমেষ RPF এর তত্‍পরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।   

আরো পড়ুন:- দিল্লি বিধানসভার নীচে মিলল খোঁজ মিলল গোপন সুড়ঙ্গের 

এদিকে বিধায়ক তাঁর আচরণের জন্য অন্য যুক্তি তুলেধরেছেন ।তিনি বলেন পেটের সমস্যার কারণে তাঁকে বারবার বাথরুমে যেতে হচ্ছিল। তাই প্রত্যেকবার জামা-প্যান্ট খোলার সমস্যা দূর করতে অন্তর্বাস পরে ঘুরছিলেন তিনি।   

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad