তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনি ভাবে বালি বোঝাই করে পাচারের অভিযোগে গ্রেফতার দুই লরি চালককে শুক্রবার ফের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলো কাঁকসা থানার পুলিশ। গত ২৯ তারিখে অভিযান চালিয়ে পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়ক থেকে বেআইনি বালি বোঝাই ১২টি লরি আটক করে কাঁকসা থানার পুলিশ।পাশাপাশি লরির ১২জন চালককে গ্রেফতার করে গত ৩০ তারিখে মহকুমা আদালতে পেশ করা হলে দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক দুই লরি চালককে ৫দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
আরো পড়ুন:- পিকনিক করতে গিয়ে ডিভিসির জলে তলিয়ে মৃত্যু হল এক যুবকের
৫দিনের পুলিশি হেফাজতের পর শুক্রবার ফের দুই লরি চালককে মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
