তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- মঙ্গলবার কাঁকসার বনকাটি গ্রামে বনকাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের কিসান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য কে সম্বর্ধনা জানানো হলো। এদিন জেলা সভাপতি কে উত্তরীয় পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে তাকে সম্বর্ধনা জানানো হয়।
তৃণমূল কর্মী তথা কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু বাগদি বলেন তারা কিসান খেতমজুর সংগঠনের জেলা সভাপতি কে কাছে পেয়ে অত্যন্ত খুশি। তারা জেলা সভাপতি কে কাছে পেয়ে তাকে সম্বর্ধিত করেছেন।
তিনি বলেন কাঁকসা ব্লক সহ পশ্চিম বর্ধমান জেলায় কিসান ক্ষেতমজুর সংগঠন আগামী দিনে আরোও মজবুত হবে। এবং তারা জেলা সভাপতি কে আবেদন করেছেন এলাকায় রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প গুলি রয়েছে কৃষকদের স্বার্থে সেই প্রকল্প যাতে মানুষ আরো বেশি করে কৃষকরা পায় সেই বিষয়ে নজর দেওয়ার আবেদন রেখেছেন জেলা সভাপতির কাছে।