Type Here to Get Search Results !

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের দাবি করলো উত্তর কোরিয়া


ওয়েবডেস্ক:- হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের দাবি করলো উত্তর কোরিয়া। স্থানীয় সময় গতকাল জাগং প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে জানাগেছে । এর আগেও একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দীর্ঘদিন ধরেই উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কার ক্ষমতার বেশি জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলছে। দুই দেশই নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়েই চলেছে। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করার বিষয়ে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রয়েছে। সবকিছুর মধ্যেই চলতি মাসের শুরুতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবি করে উত্তর কোরিয়া।

এদিকে গতকালই উত্তর কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি সামনে আনে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। তবে ক্ষেপণাস্ত্রটি কত উচ্চতায় উঠেছিল এবং কতটা দূরত্ব পাড়ি দিয়েছিল, তা খোলাসা করতে পারেনি তারা। এ নিয়ে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদমাধ্যম জানায়, উত্তর কোরিয়ার আগের ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় গতকালেরটি ভিন্ন বৈশিষ্ট্যের ছিল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন সিউলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে এ পরিস্থিতির ওপর নজর রাখতে নির্দেশ দিয়েছেন।

পিছিয়ে নেই দক্ষিণ কোরিয়াও। সম্প্রতি দেশটি সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। পারমাণবিক শক্তিধর দেশগুলোর বাইরে একমাত্র দক্ষিণ কোরিয়া ছাড়া আর কারও হাতে এ ধরনের ক্ষেপণাস্ত্রব্যবস্থা আপাতত নেই।

এই  ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার  জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছে সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম  কেসিএন। সংবাদ মাধ্যমে  জানানো হয় , হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছে এবং লক্ষ্য বস্তুতে সঠিক আঘাত আন্তে সমর্থ হয়েছে ।সামরিক শক্তিতে এগিয়ে থাকা দেশগুলোর ক্ষেপণাস্ত্রের ক্ষমতার পাল্লায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র একটি অত্যাধুনিক সংস্করণ। সাধারণ ক্ষেপণাস্ত্রের চেয়ে এটি অনেক বেশি দ্রুতগতিসম্পন্ন। এ কারণে প্রচলিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের  মোকাবিলা করা বেশ কঠিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad