শুভময় পাত্র,বীরভূম:-অজানা জ্বরে আক্রান্ত প্রায় শতাধিক শিশু বোলপুর মহকুমা হাসপাতালে। দিনের পর দিন শিশুদের জ্বরে আক্রান্তের সংখ্যাটা প্রায় বেড়েই চলেছে বলে জানালেন চিকিৎসকেরা। প্রতিদিন প্রায় ৫০-৬০ জন শিশু জ্বর ও সর্দি কাশি নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতলে। রাজ্যের বিভিন্ন হসপিটাল গুলি থেকে ইতিমধ্যেই খবর পাওয়া গেছে শিশুদের আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। আতঙ্ক বা ভয় একটাই, তা হলো করোনার তৃতীয় ঢেউয়ের যে কথা চিকিৎসক মহল ইতিমধ্যেই আলোচনা করেছেন সেই আশঙ্কাই রীতিমতো ভীত ও আতঙ্কিত সকলেই।
যদিও হসপিটাল সুপার এটিকে একটি সাধারণ আবহাওয়া পরিবর্তনের কারণেই শিশুদের মধ্যে এই ধরনের জ্বরের প্রকোপ আসতে পারে বলে মনে করছেন এবং ভয় না পাওয়ার আশ্বাস দিচ্ছেন রোগীর পরিবারের লোকজনদের।পাশাপাশি এই ধরনের রোগের ক্ষেত্রে সমস্ত রকম পরিষেবা দিতে এবং প্রয়োজনে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন করছেন হসপিটাল সুপার।
তাছাড়াও সিয়ান মহকুমা হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান ডক্টর দিপ্তেন্দু দত্ত অবশ্য জানিয়েছেন সপ্তাহ খানেক আগে থেকেই প্রতিদিন যেমন শিশুরোগীর সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে। শিশু বিভাগের বেডের সংখ্যা ৫০টি কিন্তু শিশু ভর্তি আছে এই মুহূর্তে প্রায় দেড়শ' এরও বেশি, সেক্ষেত্রে একটু অসুবিধা হলেও কিভাবে তা সুরাহা করা যায় তা নিয়ে ইতিমধ্যেই হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।
কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম দুর্ঘটনা ঘটেনি এই হসপিটালে, অর্থাৎ শিশুমৃত্যুর কোন ঘটনা এখনো ঘটেনি, তারা যথারীতি সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করছেন চিকিৎসা পরিসেবার ক্ষেত্রে। ডাক্তার, নার্স, হসপিটাল কর্মী ও হসপিটাল কতৃপক্ষ সকলেই মিলিতভাবে উঠে পড়ে লেগেছেন এই পরিস্থিতি থেকে কিভাবে শিশুদেরকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে দেওয়া যায়।
