নীলেশ দাস, আসানসোল :- ড্রাম কাটার সময় বেরিয়ে এলো কেমিক্যাল, সেই কেমিক্যাল নর্দমায় গিয়ে পড়তেই ধরেগেলো আগুন,আগুনের ফলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পুলিশ দোকান মালিককে আটক করেছে।বারাবনি ব্লকের দোমাহানি বাজার এলাকায় আজ সকালে একটি হার্ডওয়ারের দোকানে ড্রাম কাটার সময় ড্রাম থেকে বেরিয়ে আসা কেমিক্যাল নর্দমার মধ্যে গেলে নর্দমাতে আগুন লেগে যায়। সেই আগুন দেখে স্থানীয় বাসিন্দারা ভয়ে ভিতস্ত হয়ে পড়ে।স্থানীয়রা একত্রিত ভাবে বালি,মাটি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এই ঘটনার খবর পেয়ে বারাবনি থানার পুলিশ সেখানে পৌঁছে দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করে। ওই ড্রামে কি ধরনের কেমিক্যাল ছিল যা নর্দমায় যাওয়াতেই আগুন ধরে যায়।
তবে এই বিষয়ে দোকান মালিক পুলিশকে কোনো কিছুই জানাতে পারেননি। পুলিশ ঘটনার ভিত্তিতে ওই দোকানে তল্লাশি চালায়। পুলিশ দোকানের ভিতরে দেখে যে ড্রাম গুলি কাটা হচ্ছিল সেই ড্রামগুলির গায়ে মধ্যে কালো কালি দিয়ে দাগ করা রয়েছে। সেই দেখে পুলিশের সন্দেহ হয় এবং দোকানের মালিককে আটক করেন। পাশাপাশি দোকানের বৈধ কাগজপত্র পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গেছে। কিছুক্ষণ পর আসানসোল থেকে একটি দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মানুষের প্রশ্ন ওই ড্রামে কি এমন কেমিক্যাল ছিল যার জেরে এই ধরনের দুর্ঘটনা ঘটে গেলো।
