নিজস্ব প্রতিনিধি, বর্ধমান:- সেচখালের জল থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের ওড়গ্রামে। মৃতের নাম মনোয়ার সেখ(৫২ ) । বর্ধমান বোলপুর টুবি (2B) জাতীয় সড়কের পাশে ভাতারের ওরগ্রাম ডিভিসি ক্যানেলের নয়ানজুলির জলে মোটর ভ্যান সহ একটি রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ভাতার থানার ওরগ্রাম ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ভাতার থানায় পাঠায়।
ভাতারের মান্দরডিহি গ্রামের জুনারপার এলাকার বাসিন্দা মনোয়ার শেখ। তিনি মোটর ভ্যানে করে গ্ৰামে গ্রামে ভাঙ্গাচুড়া জিনিসপত্র ক্রয়-বিক্রয়ের ফেরি করত ।প্রতিদিনের মত বৃহস্পতিবারও কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। তারপর আর বাড়ি ফেরেনি। শুক্রবার পরিবারের লোকজন খবর পায় তার দেহটি ওরগ্রামে ডিভিসি ক্যানেলে নয়ানজুলিতে উদ্ধার হয়েছে।
আরোপড়ুন:- বেসরকারি নাসিংহোমে ভর্তি থাকা রুগীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠলো খোদ নাসিংহোমের এক কর্মীর বিরুদ্ধে
মৃতের ভাগ্না আজিজুর রহমানের দাবি,'পুরাতন গ্রাম্য বিবাদের জেরে মামাকে খুন করা হয়েছে। মামার মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে । আমাদের ধারণা গ্রাম্য শত্রুতার জেরে আমার মামাকে খুন করা হয়েছে।' পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠায়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
