নিজস্ব প্রতিনিধি,বর্ধমান :- বেসরকারি নাসিংহোমে ভর্তি থাকা রুগীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠলো খোদ নাসিংহোমের এক কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বর্ধমানের বোরহাট এলাকায়।রুগীর আত্মীয় পরিজন ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত নাসিংহোমের কর্মী বাপ্পা সরকারকে নাসিংহোমের সামনে মারধর করে।অভিযুক্ত বাপ্পা সরকার নিজের দোষ কবুল করে বলে তার ভুল হয়ে গেছে।
গত বুধবার শ্বাসকষ্ট নিয়ে পূর্ব বর্ধমানের আউশগ্রামের এক তরুণী বোরহাটের একটি বেসরকারি নাসিংহোমে ভর্তি হন।অভিযোগ রাতে অভিযুক্ত নাসিংহোমের কর্মী বাপ্পা সরকার তার সঙ্গে খারাপ আচরণ করে।তাকে জেনারেল ওয়ার্ড থেকে কেবিনে নিয়ে যাওয়ার চেষ্টা করে ও নোংরামী করে।অসুস্থ তরুণী ভয়ে বৃহস্পতিবার চিকিৎসকের অমতেই কার্যত ছুটি নিয়ে বাড়ি চলে যান।তারপর বাড়ি গিয়ে গোটা বিষয়টি জানান।ঘটনা শুনে পরিবার পরিজনরা ক্ষুদ্ধ হয়ে তারা শুক্রবার বোরহাটের ওই বেসরকারি নাসিংহোমে জড়ো হয় ও বিক্ষোভ দেখায়।
উত্তেজিত রোগীর আত্মীয় পরিজন ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত বাপ্পা সরকারকে মারধর করে।খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পাশাপাশি অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
